বাংলাদেশ ক্রিকেটের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিমকে নিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে সে বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে কোন তথ্য নেই। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন এমনটাই দাবি করেছেন। এছাড়া জাভেদ ওমর বেলিমও নিজেকে নির্দোষ দাবি করে তথ্যটি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।
‘টাইগারদের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি হয়ে আইসিসির কোন ইভেন্টে দায়িত্ব পালন করতে পারবেন না। তার বিরুদ্ধে দলের তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে।’ বিসিবির একটি দায়িত্বশীল সূত্র বরাত দিয়ে একটি ক্রীড়া বিষয়ক গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করে। যা করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা ক্রিকেটের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।
তবে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। বিসিবির প্রধান নির্বাহী হওয়ায় আইসিসির যে কোন বিষয় আমার কাছে আসার কথা কথা। এছাড়া বোর্ড সভাপতির কাছে আইসিসির কোন নির্দেশাবলী আসলেও আমাকে তিনি বলতেন। তিনিও কিছু বলেননি। বিসিবির কাছে এখনও আইসিসি থেকে এমন কোন নির্দেশনা আসেনি।’
তিনি আরও বলেন, আইসিসি থেকে এমন কোন নির্দেশনা পেলে অবশ্যই বিবেচনায় আনা হতো। তবে এমন সংবাদে তিনি (জাভেদ ওমর) বিরুদ্ধে ব্যক্তিগত ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কোনভাবেই কাম্য নয়।
এদিকে জাভেদ ওমর বেলিমও এ বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিষয়টি ছড়িয়ে পড়ার পড় সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘আমার বিপক্ষে এত বড় অভিযোগ থাকলে সবার আগে ক্রিকেট বোর্ড জানবে। তারা জানে না, সিইও সকালবেলা ফোনে জানালেন, তারা কোন নির্দেশনা পায়নি।’
তিনি আরও বলেন, বিষয়টি স্পর্শকাতর। আমার ক্যারিয়ার শুধু নয়, আমার ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও একটা কালো দাগের আঁচড়। বিসিবিই বিষয়টি দেখবে। খেলোয়াড়ি জীবনে আমি নিট অ্যান্ড ক্লিন ছিলাম। প্রথমবারের মত নারী দলের ম্যানেজার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও সৎ ছিলাম। সেখানে এমন একটা অভিযোগ, সত্যিই খুব খারাপ লাগছে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]