স্থগিত সিরিজ নিয়ে বৈঠকে বসছে আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২০ এপ্রিল ২০২০
স্থগিত সিরিজ নিয়ে বৈঠকে বসছে আইসিসি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া সিরিজগুলো নিয়ে বৈঠক করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থগিত হওয়া সিরিজের আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সাথে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ এপ্রিল) আইসিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মনু সনির সভাপতিত্বে সভায় ১২ পূর্ণ সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী এবং তিনটি সহযোগী সদস্য দেশের প্রতিনিধিরা যোগ দেবেন।

বলা হয়, বৈঠকের উদ্দেশ্য হলো এ সময়ের মধ্যে সদস্য দেশগুলোর অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করা, যাতে প্রতিটি অঞ্চলে সরকারের পরামর্শের ভিত্তিতে কিভাবে আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় শুরু করা যায় সে বিষয়ে পরামর্শ করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিতাদেশ সিরিজ, ২০২৩ সাল পর্যন্ত বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ এবং ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পাশাপাশি আইসিসির এফটিপিকে সম্মিলিতভাবে পর্যালোচনা করার জন্য বৈঠকে প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া বৈঠকে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ-সহ আইসিসির বিশ্বব্যাপী সকল ইভেন্টের বিষয়ে পরিকল্পনার বিষয়েও কথা বলা হবে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মনু সনি বলেছেন, চলমান বৈশ্বিক মহামারির প্রভাব মোকাকেলা করে কিভাবে ঐক্যবদ্ধভাবে খেলাকে আবারও আমরা শক্ত জায়গায় নিয়ে যেতে পারি, সভা থেকেই এ সভা। আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার জন্য আমাদের পারস্পরিক জানাশোনা ও বোঝাপাড়াটা দরকার।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্নভাবে আবার খেলাটা শুরু করবে। সেটিকে আমাদের শ্রদ্ধা জানাতেই হবে। তবে সামগ্রিকভাবে জেনে-বুঝে ঝুঁকিমুক্ত ভাবে আমাদের সিদ্ধান্ত হবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

জুয়াড়িদের নিয়ে ক্রিকেটারদের সতর্কবার্তা দিল আইসিসি

জুয়াড়িদের নিয়ে ক্রিকেটারদের সতর্কবার্তা দিল আইসিসি

বিশ্বকাপে ভারত, আইসিসির সিদ্ধান্ত মানছে না পাকিস্তান

বিশ্বকাপে ভারত, আইসিসির সিদ্ধান্ত মানছে না পাকিস্তান

বিপর্যয় কাটিয়ে ভবিষ্যত সূচি করবে আইসিসি

বিপর্যয় কাটিয়ে ভবিষ্যত সূচি করবে আইসিসি

বিশ্বকাপ নিয়ে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে চায় আইসিসি

বিশ্বকাপ নিয়ে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে চায় আইসিসি