ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় পাওয়া সাইড স্ট্রেইনের চোটে ছিটকে পড়েন কুশল পেরেরা। দেশে ফিরে যান চিকিৎসা নিতে। দুই ম্যাচের টি-টোয়েন্টি দলে থাকলেও বাংলাদেশে এলেন না তিনি। তার জায়গাটা নিয়েছেন কুশল মেন্ডিস।
শ্রীলঙ্কা ক্রিকেট এক বিজ্ঞপ্তিতে জানায় কুশল পেরেরার সেরে উঠতে আরও সময় লাগবে। গত বছরের জুনে চ্যাম্পিয়নস টফিতে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে ছিলেন।
তার জায়গায় আসা কুশল মেন্ডিস টেস্টে দুর্দান্ত ফর্মে আছেন। কিন্তু টি-টোয়েন্টিতে তার ভালো কোনও অবদান নেই। ৮ ম্যাচ খেলে তার সেরা স্কোর ২২, স্ট্রাইক রেট ১২৩। গত বছরের ফেব্রুয়ারিতে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
টেস্ট ও ওয়ানডের টপ অর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস। কিন্তু টি-টোয়েন্টিতে উপরের দিকে ব্যাট করার সম্ভাবনা নেই তার। কারণ দানুশকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকবেলা ও দিনেশ চান্ডিমাল খেলবেন টপ অর্ডারে। ক্রিকইনফো