করোনাভাইরাসের কারণে অন্যান্যদের মত লকডাউনে গৃহবন্দি হয়ে আছে বিশ্ব ক্রিকেটের তারকারা। তবে এর মাঝেও খেলোয়াড়দের ফিক্সারদের ব্যাপারে সতর্ক থাকতে বললো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রিকেট থমকে আছে। কোথাও নেই কোন ধরনের ক্রিকেট ম্যাচ। ঘরোয়া-আন্তর্জাতিক সবই বন্ধ। কিন্তু এর মধ্যেও ক্রিকেটারদের ফিক্সিং নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইসিসির দুর্নীতি দমন ইউনিটের প্রধান।
গত মাস থেকে সবধরনের ক্রিকেটই বন্ধ রয়েছে। প্রথম শ্রেণি ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি বা আন্তর্জাতিক ম্যাচ সহসাই মাঠে গড়ানোর কোন নিশ্চয়তাও নেই।
কিন্তু আইসিসির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল বলেন, এটি ভাবা ঠিক হবে না যে, বর্তমান পরিস্থিতিতে ফিক্সাররা চুপচাপ থাকবে। তাদের অপরাধী কার্যক্রম হ্রাস পাওয়ার কোন লক্ষণ নেই। কারণ এর মাঝেও তারা নিজের কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারে।
গার্ডিয়ানকে মার্শাল বলেন, ‘কোভিড-১৯ হয়তো আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে সাময়িক বিরতি দিয়েছে কিন্তু দুর্নীতিবাজরা এখনও সক্রিয় রয়েছে। তবে সদস্য দেশ, খেলোয়াড়, খেলোয়াড়দের সমিতি-এজেন্টদের সাথে আমরা কাজ করছি।’
বর্তমানে ক্রিকেট স্থগিতের কারণে খেলোয়াড়দের আয় হ্রাসে প্রভাব পড়তে পারে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক পুলিশ প্রধান মার্শাল। তার মতে, তুলনামূলক কম বেতনের খেলোয়াড়দের ফিক্সিং করে দুর্বল করা সুযোগ তৈরি হতে পারে।
তিনি বলেন, ‘আমরা এই সময়ে চিহ্নিত দুর্নীতিবাজদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। যখন খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের চেয়ে বেশি থাকে, তাদের সর্ম্পক তৈরি করা ও যোগাযোগের চেষ্টা করতে পারে তারা।
এ ব্যাপারে আমরা আমাদের সদস্য, খেলোয়াড়দের অবগত করছি এবং তাদেরকে এর বিপদ সর্ম্পকে সচেতন করছি যাতে ক্রিকেট মাঠে না থাকলেও তারা নিজেদের হেয় না করে।’