স্বদেশী পেসারে মুগ্ধ গ্লেন ম্যাকগ্রা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৮ এপ্রিল ২০২০
স্বদেশী পেসারে মুগ্ধ গ্লেন ম্যাকগ্রা

ফাইল ছবি

স্বদেশী পেসার প্যাট কামিন্সের পারফরমেন্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার গ্লেন ম্যাকগ্রা। কামিন্সের ভবিষ্যত উজ্জল বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ‘ক্রিকইনফো’র এক র‌্যাপিড ফায়ার সেশনে ম্যাকগ্রাকে প্রশ্ন করা হয়েছিল- বর্তমানে বিশ্বের সেরা বোলার কে? প্রশ্ন শুনে উত্তর দিতে কোন সময়ক্ষেপন করেননি ম্যাকগ্রা।

ম্যাকগ্রা দ্রুতই উত্তর দেন, ‘কামিন্স।’

sportsmail24

কেন ডান-হাতি পেসার কামিন্স সেরা সেটির ব্যাখ্যাও দিয়েছেন ম্যাকগ্রা। তিনি বলেন, ‘গত এক বছর ধরে দারুন করছে কামিন্স। সব দিক দিয়েই নিঁখুত-পরিপূর্ণ হওয়া কঠিন। কিন্তু সে সব দিক দিয়ে পরিপূর্ণ। আমি তার বোলিং নৈপুন্যে মুগ্ধ।’

ম্যাকগ্রা আরও বলেন, ‘নিজের উপর তার নিয়ন্ত্রণ রয়েছে। সে যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে সে আরও উন্নতি করবে। তিন ফরম্যাটেই সে এখন বিশ্বের সেরা বোলারদের কাতারে। এই ফর্ম ধরে রাখতে পারলে অনেক রেকর্ডই গড়তে পারবে সে।’

২০১১ সালে তিন ফরম্যাটে অভিষেকের পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৩০ টেস্টে ১৪৩, ৬৪ ওয়ানডেতে ১০৫ ও ২৮ টি-টোয়েন্টিতে ৩৬ উইকেট নিয়েছেন কামিন্স।



শেয়ার করুন :


আরও পড়ুন

যে ব্যাটসম্যানকে বল করতে ভয় পেতেন আফ্রিদি

যে ব্যাটসম্যানকে বল করতে ভয় পেতেন আফ্রিদি

আইপিএলের সংখ্যাতাত্ত্বিক কিছু অজানা তথ্য

আইপিএলের সংখ্যাতাত্ত্বিক কিছু অজানা তথ্য

বিশ্বকাপে ভারত, আইসিসির সিদ্ধান্ত মানছে না পাকিস্তান

বিশ্বকাপে ভারত, আইসিসির সিদ্ধান্ত মানছে না পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর দাবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর দাবি