আয়ারল্যান্ডও কর্মকর্তাদের বেতন কাটছে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৭ এপ্রিল ২০২০
আয়ারল্যান্ডও কর্মকর্তাদের বেতন কাটছে

প্রাণঘাতি করোনাভাইরাসের থাবায় আর্থিক লোকসান এড়াতে কর্মকর্তাদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে কমানো হচ্ছে না জাতীয় দলের খেলোয়াড়দের বেতন। এমনটাই জানালেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেটরম।

এক বিবৃতিতে ডেটরম জানান, ‘করোনাভাইরাসের কারণে অন্যান্য ক্রিকেট বোর্ডের মত আমাদেরও কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। লোকসান এড়াতে আপাতত আগামী দুই মাস বোর্ডের সকল কর্মকর্তাদের বেতন ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন কমানোর কোনো সিদ্ধান্ত আমরা এখনো নেইনি।’

কর্মকর্তাদের বেতন ২০ শতাংশ করে কমানো হলেও, নিজের বেতন আরও অতিরিক্ত ৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ডেটরম। তিনি বলেন, ‘সকল কর্মকর্তার বেতন ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আমি অতিরিক্ত আরও ৫ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ বেতন কম নেব।’

ক্রিকেটারদের বেতন কর্তন বা কমানোর সিদ্ধান্ত কেন নেয়া হয়নি, সেই যুক্তিও তুলে ধরলেন ডেটরম, ‘ক্রিকেটাররা একরকম লোকসানের মধ্যেই আছে। কারণ তারা কোন ম্যাচ খেলতে পারছে না। ম্যাচ খেললে তারা ম্যাচ ফিসহ কিছু আর্থিক সুবিধা পেত। খেলা না থাকায় তাদের উপার্জনের পথও বন্ধ। তাই এই মূর্হুতে তাদের ওপর বেতন নিয়ে চাপ দেয়া উচিত হবে না।’

করোনাভাইরাসের কারণে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের বিপক্ষের সিরিজ স্থগিত ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। এতে আয়ারল্যান্ড বোর্ড আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হবে বলে জানান ডেটরম, ‘দু’টো সিরিজ স্থগিত হওয়ায় আমাদের অনেক লোকসান হবে।

আমরা টিভি স্বত্ব, সিরিজ আয়োজন থেকে কোনো অর্থ পাচ্ছি না। আমরা অনেক সমস্যায় পড়ে যাবো। এ কারণেই বোর্ডের আর্থিক ক্ষতি কমাতে কর্মকর্তাদের বেতন হ্রাসের সিদ্ধান্ত আমরা নিয়েছি।’

শুধু আয়ারল্যান্ডই নয় ক্রিকেটীয় ক্রিয়াকলাপ কমে যাওয়ায় বেতন বাঁচাতে ২৭ এপ্রিল থেকে অধিকাংশ কর্মী ছাঁটাই করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধুমাত্র কর্মী ছাঁটাই নয়, ২৭ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত কর্মকর্তাদের বেতনের ৮০ ভাগ কেটে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সিএ।



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল নিয়ে শ্রীলঙ্কার প্রস্তাবে ভারতের না

আইপিএল নিয়ে শ্রীলঙ্কার প্রস্তাবে ভারতের না

কর্মীদের বেতন কাটলো ক্রিকেট অস্ট্রেলিয়া

কর্মীদের বেতন কাটলো ক্রিকেট অস্ট্রেলিয়া

টেস্টে নেতৃত্ব পাবেন না ডি কক

টেস্টে নেতৃত্ব পাবেন না ডি কক

পূর্ণকালীন পরিচালকের দায়িত্বে গ্রায়েম স্মিথ

পূর্ণকালীন পরিচালকের দায়িত্বে গ্রায়েম স্মিথ