প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের সবধরনের ক্রিকেটীয় ইভেন্ট। সর্বশেষ বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগও অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ক্রীড়াঙ্গনের এমন দিনে অর্থ সঙ্কটে পড়েছেন জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার।
দেশের এ সঙ্কটের সময় প্রথম শ্রেণির ৯১ জন ক্রিকেটারকে এককালীন ৩০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার তাদেরকেই আবার একসাথে তিনমাসের বকেয়া বেতনের পরিশোধ করলো বিসিবি।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিবছরই এটা (বকেয়া বেতন) দেওয়া হয়। আগের বছর থেকে নতুন বছরে কিছুটা সংযোজন ঘটিয়ে নতুন বছরের প্রথম মাসে (জানুয়ারি) দেওয়া হয়। তবে টাকা পেতে মার্চ-এপ্রিল হয়ে যায়।
তিনি আরও বলেন, এবারও জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে বেতন হয়নি। তবে কয়েক দিন আগে এ তিন মাসের বেতন একসঙ্গে দিয়েছে বিসিবি। অগ্রীম বেতন না হলেও তিন মাসের বেতন একসঙ্গে পেয়ে ভালোই লাগছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া সেখানে অর্থ সঙ্কটে পড়ে কর্মকর্তাদের বেতন কাটাসহ ছাটাই করছে ঠিক তখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সকলের বেতন ঠিকমতো দেওয়াসহ চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদেরও এককালিন সহায়তা দিচ্ছে।
প্রথম শ্রেণির ৯১ জন ক্রিকেটার ছাড়া বাংলাদেশ নারী দল ও হুইল চেয়ার ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্যও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি। এছাড়া ক্রিকেট সংশ্লিষ্টদের বাইরে সারাদেশে ২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকটে বোর্ড (বিসিবি)।