করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ। মৃত্যুকালে সাবেক এ পাকিস্তানি ক্রিকেটারের বয়স হয়েছিল ৫০ বছর। প্রাণঘাতি করোনাভভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির একটি বেসরকারি হাসপাতালে তিনদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস খেলাধুলার জগতে বেশ প্রভাব ফেলেছে। প্রাণঘাতি এ ভাইরাস থেকে রক্ষা পেতে বন্ধ হয়ে গেছে সকল ক্রীড়া ইভেন্ট। এছাড়া কিছু ফুটবলার, কোচ, অন্য অ্যাথলেটিকসের খেলোয়াড়রাও এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এবার প্রথমবারের মতো করোনায় প্রাণ হারানোর তালিকায় যুক্ত হলে কোন ক্রিকেটার।
পকিস্তানের সাবেক এ ক্রিকেটার জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে না পারলেও ঘরোয়া ক্রিকেট খেলেছেন। বাঁহাতি মিডল-অর্ডার এ ব্যাটসমান ১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলেছেন।
দীর্ঘ ৬ বছরে প্রথম শ্রেণির মাচ খেলেছেন ১৫টি। প্রথম শ্রেণিতে ২৫ ইনিংসে ব্যাট করে রান করেছেন মোট ৬১৬, যার মধ্যে ফিফটি রয়েছে ৪টি।
প্রথম শ্রেণিতে মোটামুটি পারফরম্যান্স করা এ ক্রিকেটার সুবিধা করতে পারেননি লিস্ট ‘এ’ ক্রিকেটে। খেলেছেন মাত্র ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ। রান করেছেন সর্বসাকুল্যে ৯৬।
ক্রিকেট ক্যারিয়ারে সুবিধা করতে না পেরে মাত্র ২৫ বছর বয়সে অবসর নিয়ে নাম লেখান কোচিংয়ে। পরবর্তীতে পেশোয়ার অনূর্ধ্ব-১৯ এবং মূল দলের কোচের দায়িত্ব পালন করেছেন জাফর।