যে কারণে আইপিএল সম্ভব হলেও বিশ্বকাপ নয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৩ এপ্রিল ২০২০
যে কারণে আইপিএল সম্ভব হলেও বিশ্বকাপ নয়

প্রাণঘাতি করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএল নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। শুধু তাই নয়, আইপিএলের ভবিষ্যত এখনো অনিশ্চিত।

করোনাভাইরাসের মধ্যে প্রয়োজনে রুদ্ধদ্বার স্টেডিয়ামে আইপিএল অনুষ্ঠিত হোক -এমনটা চাইছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এছাড়া করোনাভাইরাসের কারণে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কা উঁকিঝুঁকি মারছে। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল মনে করছেন, ‘রুদ্ধদ্বার স্টেডিয়ামে আইপিএল সম্ভব, বিশ্বকাপ নয়।’

অস্ট্রেলিয়ার একটি স্থানীয় পত্রিকাকে ম্যাক্সওয়েল বলেন, ‘আইপিএলের জনপ্রিয়তা সারাবিশ্বে অনেক বেশি। তবে বিশ্বকাপের জন্য বিশ্বের সকল মানুষ মুখিয়ে থাকে। দর্শক শূন্য স্টেডিয়ামে আইপিএল হতেই পারে। কিন্তু রুদ্ধদ্বার স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভাবাই যায় না। এটি সম্ভব নয়।’

দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। তবে এ সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে বিশ্বের সকল দেশই। এদিকে বিশ্বকাপ হতে এখনো পাঁচ মাস বাকি। করোনাভাইরাসের সংক্রমণ অস্ট্রেলিয়া সরকার কতটা ঠেকাতে পারবে তার উপর নির্ভর করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ম্যাক্সওয়েল বিশ্বকাপ নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘মাঠে কোন দর্শকই থাকবে না এ অবস্থায় বিশ্বকাপ হবে -এমন কথা কেউ কল্পনাও করতে পারে না। তবে এখন যা অবস্থা তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বলে তো আমার মনে হচ্ছে না। কোনভাবেই এ পরিস্থিতির উন্নতির কোন লক্ষণ দেখতে পারছি না বা হচ্ছে না।’



শেয়ার করুন :


আরও পড়ুন

হুইলচেয়ার ক্রিকেটারদের পাশে বিসিবি

হুইলচেয়ার ক্রিকেটারদের পাশে বিসিবি

অনির্দিষ্টকালের জন্য স্থগিত  হতে পারে আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে আইপিএল

লিগ শুরু হলেও ফুটবলারদের দিতে হবে করোনা পরীক্ষা

লিগ শুরু হলেও ফুটবলারদের দিতে হবে করোনা পরীক্ষা

এশিয়া কাপ নিয়ে ইতিবাচক থাকতে চায় বিসিবি

এশিয়া কাপ নিয়ে ইতিবাচক থাকতে চায় বিসিবি