এশিয়া কাপ নিয়ে পিসিবি চেয়ারম্যানের শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১০ এপ্রিল ২০২০
এশিয়া কাপ নিয়ে পিসিবি চেয়ারম্যানের  শঙ্কা

করোনার ভয়াবহতা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। থেমে নেই মানুষের মৃত্যু মিছিল। বন্ধ হয়ে গেছে একের পর এক ঘরোয়া ও আন্তর্জাতিক ইভেন্ট। এবার শঙ্কা জেগেছে সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপ নিয়ে।

এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু, ভারত ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না তাই পাকিস্তান থেকে সরিয়ে তা সংযুক্ত আরব আমিরাতে করার কথা জানানো হয়। কিন্তু, সেখানে এখন লকডাউন চলছে। ধারণা করা হচ্ছে লকডাউনের সময় আরও বাড়ানো হতে পারে। আর তাই সেপ্টেম্বরে হতে চলা টুর্নামেন্ট নিয়ে সংশয় বাড়ছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনও অবশ্য কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।পুরো বিশ্ব জুড়েই এখন অনিশ্চিত অবস্থা। সেপ্টেম্বরে পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনই বলা মুশকিল।পুরোটাই নির্ভর করছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। এখন জল্পনা করে লাভ হবে না। হয়তো চলতি মাসের শেষে একটা পরিষ্কার চিত্র মিলবে’।

এরআগে অলিম্পিক পিছিয়েছে এক বছর। স্থগিত হয়েছে অ্যাথলেটিক্স এবং শুটিং বিশ্বকাপও। এ বছর হচ্ছে না উইম্বলডন। ইউরো কাপ, কোপা আমেরিকাও হবে পরের বছর। কয়েক মাস পিছিয়েছে ফরাসি ওপেন। ক্রিকেটে আইপিএল নিয়ে অনিশ্চয়তা চরমে। সদ্য পিছিয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশের টেস্ট সিরিজ।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের সততা নিয়ে ধুয়ে দিলেন সালমান বাট

পাকিস্তানের সততা নিয়ে ধুয়ে দিলেন সালমান বাট

দিনে দুটি ম্যাচ আয়োজনেও শঙ্কায় উইন্ডিজ সিরিজ

দিনে দুটি ম্যাচ আয়োজনেও শঙ্কায় উইন্ডিজ সিরিজ

‘স্থগিত’ সিরিজ আয়োজনে কাজ করবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

‘স্থগিত’ সিরিজ আয়োজনে কাজ করবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

চুক্তির বাইরে ৯৬ ক্রিকেটারকে টাকা দিল বিসিবি

চুক্তির বাইরে ৯৬ ক্রিকেটারকে টাকা দিল বিসিবি