করোনা যুদ্ধে এবার ৯১ ক্রিকেটারের অনুদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০২ এপ্রিল ২০২০
করোনা যুদ্ধে এবার ৯১ ক্রিকেটারের অনুদান

ফাইল ছবি

করোনভাইরাসের সময় সঙ্কটময় অবস্থায় পড়েছে পুরো বিশ্ব। এই সঙ্কটময় অবস্থা কাটিয়ে উঠতে এগিয়ে আসছেন ক্রীড়াবিদরা। বাংলাদেশে সবার আগে এগিয়ে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দেশের প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিলে এক মাসের বেতনের অর্ধেক টাকা দিয়ে সাহায্য করবেন দেশের প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার। কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির প্রথম শ্রেণির তালিকাভুক্ত ক্রিকেটারের সংখ্যা ৯১। প্রত্যেকেই নিজেদের এক মাসের বেতনের অর্ধেক টাকা করোনা তহবিলে দিচ্ছে। সব মিলিয়ে ৯ লাখ ৮০ হাজার ৩৭৫ টাকা করোনার তহবিলে জমা দিচ্ছে ক্রিকেটাররা।

কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল আশা করছেন, ক্রিকেটারদের মতো ক্রিকেট সংশ্লিষ্ট আরও অনেকেই কোয়াবের করোনা তহবিল সমৃদ্ধ করতে এগিয়ে আসবে, ‘৯১ জন ক্রিকেটার এগিয়ে এসেছে। আমরা আশা করছি সাবেক-বর্তমান ক্রিকেটাররা, ক্রিকেট সংগঠক এবং ক্রিকেট অনুরাগী সবাই যার যার মতো করে সাহায্য করবে। আমরা এখন পর্যন্ত খুব ভালো সাড়া পাচ্ছি।’



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে কোয়াব

করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে কোয়াব

ইতালির উদ্দেশ্যে বিশ্বকাপজয়ী অধিনায়কের খোলা চিঠি

ইতালির উদ্দেশ্যে বিশ্বকাপজয়ী অধিনায়কের খোলা চিঠি

চলে গেলেন ক্রিকেটে বৃষ্টি-আইন পদ্ধতির জনক টনি লুইস

চলে গেলেন ক্রিকেটে বৃষ্টি-আইন পদ্ধতির জনক টনি লুইস

করোনাভাইরাসে মারা গেলেন সাবেক মার্শেই প্রেসিডেন্ট পে দিউফ

করোনাভাইরাসে মারা গেলেন সাবেক মার্শেই প্রেসিডেন্ট পে দিউফ