এ জন্যই মুশফিক সবার চেয়ে আলাদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ৩১ মার্চ ২০২০
এ জন্যই মুশফিক সবার চেয়ে আলাদা

করোনার কারণে অনাকাঙ্ক্ষিত ছুটি কাটাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। এ ছুটি কবে শেষ হবে তা কারো জানা নেই। এ শঙ্কার সাথে আরও একটি শঙ্কা রয়েছে, তা হলো- অবসর সময়ে টাইগারদের ফিটনেস ধরে রাখা।

তপ্ত রোদ, মাঠে তেমন কেউ নেই; তবে মাঝ মাঠে কে যেন ব্যাটিং অনুশীলন করে যাচ্ছেন। সে আর কেউ নন, টাইগারদের বর্তমান সময়ের সবচেয়ে সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিক ভক্ত বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে যাদের কিছুটা জানা আছে তারা এটা বেশ ভালো করেই জানেন।

তবে প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মাঠেও আসছেন না ক্রিকেটাররা। ফলে এমন দৃশ্য এখন আর দেখা যাচ্ছে না। তাতে কি আর ঘরের মধ্যে বসে থাকা যায়। যে ক্রিকেটার ম্যাচের দিন সবার আগে মাঠে পৌঁছে অনুশীলন শুরু করেন সেই মুশফিকুর রহিমের পক্ষে তো এটা আরও বেশি অসম্ভব।

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সে তথ্যও জানিয়ে দিয়েছিলেন মুশফিক। তবে এবার যা প্রকাশ করলেন তা সকল টাইগার ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণীয় তো বটেই।

মঙ্গলবার (৩১ মার্চ) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন মুশফিক। সেখানে দেখা যায়, খেলা না থাকলেও নিজের ফিটনেস ধরে রাখতে প্রতিদিন কী কী কাজ করবেন দেয়ালে তার একটি লিস্ট টাঙিয়ে রেখেছেন তিনি।

পাঁচ পৃষ্টার সেই লিস্ট অনুযায়ী সপ্তাহ সাতদিনের রুটিন মাফিক অনুশীলন চালিয়ে যাচ্ছেন মুশফিক রহিম। ভিডিওতে দেখা যায়, ফিটনেস ধরে রাখার নিজের ট্রেনিং রুমে পানির বোতল, বালিশের সঙ্গে চেয়ারও রয়েছে। আর বিছানায় রয়েছে ব্যাট-বল।

এছাড়া উইকেট কিপিংয়ের অনুশীলনও করছেন তিনি। দেয়ালে টেনিস বল ছুড়ে সে অনুশীলন সারছেন মুশফিক। এরপর বাইরে বের না হওয়ায় ট্রেডমিলেই সেরে নিচ্ছেন দৌড়ের কাজ। মাঠের মাঝে যেমন কঠোন অনুশীলন করেন মুশফিক সেই মুশফিককেই যেন পাওয়া গেল ঘরের কোনে।



শেয়ার করুন :


আরও পড়ুন

গৃহবন্দী থেকেও ফিটনেস নিয়ে ব্যস্ত মুশফিক

গৃহবন্দী থেকেও ফিটনেস নিয়ে ব্যস্ত মুশফিক

ফিটনেস ঠিক রাখতে টাইগারদের ডায়েট চার্ট দিয়েছে বিসিবি

ফিটনেস ঠিক রাখতে টাইগারদের ডায়েট চার্ট দিয়েছে বিসিবি

আমাদের উদ্যোগ যথেষ্ট নয়, সকলেই এগিয়ে আসুন : মুশফিক

আমাদের উদ্যোগ যথেষ্ট নয়, সকলেই এগিয়ে আসুন : মুশফিক

করোনা মোকাবেলায় বেতনের অর্ধেক ছেড়ে দিলেন টাইগাররা

করোনা মোকাবেলায় বেতনের অর্ধেক ছেড়ে দিলেন টাইগাররা