প্রত্যেক ক্রিকেটারের ছোটবেলা থেকেই স্বপ্ন থাকে জন্মভূমি দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করা। তবে নিজের মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে রেখে ডেভন কনওয়ে এতদিন মুখিয়ে ছিলেন নিউজিল্যান্ডের জার্সি গায়ে খেলতে। অবশেষে তার সেই ইচ্ছাকে অনুমতি দিল আইসিসি।
আইসিসির অনুমতি পাওয়ায় এখন থেকে নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারবেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ডেভন কনওয়ে। সে তার ডেডলাইন ২৮ আগস্টের আগে ট্যুর গেমস খেলতে পারবেন। এছাড়া বাংলাদেশ সফরে বাছাইয়ের জন্যও তাকে ছেড়ে দেওয়া হবে।
আইসিসি তাকে অনুমতি দেওয়ায় মঙ্গলবার (৩১ মার্চ) একটি গণমাধ্যম টেলিকনফারেন্সে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন কনওয়ে।
তিনি বলেন, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আশা করি সেই ব্ল্যাক ক্যাপস (নিউজিল্যান্ড) দলে সুযোগ পাব, যা আমার কাছে দুর্দান্ত মুহূর্ত। তবে দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে সেখানে জায়গা পাওয়া কঠিন।
নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করতে ২০১৭ সালের সেপ্টেম্বরে ২৬ বছর বয়সে জোহানসবার্গ ত্যাগ করেন ডেভন কনওয়ে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের প্রাদেশিক পর্যায়ের দ্বিতীয় স্তরে তিনি খেলেন। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলেছেন তিনি।
জোহানসবার্গ ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি জমানোর পর তার ব্যাটিং গভীরতার ফলপ্রসূ হয়। এখন পর্যন্ত ওয়েলিংটনের হয়ে ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ডেভন। যেখানে ১৭ ম্যাচে ৭২.৬৩ গড়ে করেছেন ১৫৯৮ রান।
চার সেঞ্চুরির পাশাপাশি রয়েছে একটি ত্রিপল সেঞ্চুরিও। গত বছর অক্টোবরে সেন্টারবার্গের বিপক্ষে ৩২৭ রান করেন, যা কি না নিউজিল্যান্ডের অষ্টম ত্রিপল সেঞ্চুরি।
তার রানের ক্ষুধা কতটুকু, তার প্রমাণ মিলে ২০১৯-২০ মৌসুমের তিনটি ঘরোয়া প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা খেয়াল করলে। যেখানে তিনি ২টি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এছাড়া ২০১৮-১৯ মৌসুমেও তিন টুর্নামেন্টের ২টিতে ছিলেন সেরার তালিকায়।