চারদিকে প্রশ্নবানে জর্জরিত মোহাম্মদ হাফিজ অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময়সীমা জানিয়ে দিলেন। অক্টোবরে ৪০ বছর পূর্ণ হতে যাওয়া হাফিজ অবসরের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান।
ঘরে বসে অবসরে যাওয়ার ইচ্ছে নেই উল্লেখ করে পাকিস্তনের এ অলরাউন্ডার জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব। তখন শুধু টি-টোয়েন্টি লিগগুলোতে খেলব।’
মোহাম্মদ হাফিজ অবশ্য টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসরে গেছেন। এছাড়া ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হাফিজকে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাতিলের খাতাতেই রেখেছ পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ঘরোয়া ক্রিকেট দিয়ে আবার দলে জায়গা করে নিয়েছেন তিনি।
সর্বশেষ দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হাফিজ অবসরের পর কি করবেন- এমন প্রশ্নের জানান, ‘কোচিং করাতে পারি। তবে আমি জানি না এখনো। যখন সময় হবে তখন সিদ্ধান্ত নেব।’
মোহাম্মদ হাফিজ ক্যারিয়ারে ৫৫টি টেস্টে ১০৫ ইনিংস খেলে রান করেছেন ৩৬৫২, টেস্টে এক ইনিংসে তার সর্বোচ্চ রান ২২৪ রান; ২১৮ ওয়ানডে ক্রিকেটে ২১৬ ম্যাচে ব্যাট হাতে রান করেছেন ৬৬১৪, ওয়ানডে ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৪০*; আর ৯১টি টি-টোয়েন্টিতে ৮৮ ম্যাচ তার রান ১৯৯২ রান।
এছাড়া বল হাতে টেস্ট ক্রিকেটে ৫৩টি, ওয়ানডে ক্রিকেটে ১৩৯টি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ হাফিজ।