নারী ক্রিকেটারদেরও এককালীন টাকা দিচ্ছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩০ পিএম, ৩০ মার্চ ২০২০
নারী ক্রিকেটারদেরও এককালীন টাকা দিচ্ছে বিসিবি

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি বাইরে থাকা ১৮০ জন ক্রিকেটারকে এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এবার তারই ধারাবাহিকতায় নারী ক্রিকেটারদের পাশেও দাঁড়ালো বিসিবি।

দেশের জাতীয় পর্যায় ও ঘরোয়া ক্রিকেটে খেলা সকল নারী ক্রিকেটারদের জন্য এককালীন ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ সহায়তায় ২০১৮-১৯ মৌসুমের নারী জাতীয় লিগ এবং বিসিবির ২০১৯-২০ সালের নির্বাচিত ক্যাম্পে থাকা নারী ক্রিকেটাররা রয়েছেন। করোনাভাইরাসের কারণে সবধরনের খেলাধুলা বন্ধ থাকায় এ সাহায্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘পুরুষ ক্রিকেটারদের মতো বেশিরভাগ নারী ক্রিকেটারই তাদের আয়-রোজগারের জন্য ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভরশীল। এছাড়াও আমাদের যে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল সেটিও করোনার কারণে এখন হচ্ছে না। ফলে ক্রিকেটাররা বাধ্য হয়েই অলস বসে আছে এবং তাদের এখন আমাদের সাহায্যের দরকার আছে।’

করোনাভাইরাসের কারণে দেশের ক্রিকেটসহ সবধরনের খেলা বন্ধ হয়ে গেছে। কবে নাগাদ এ খেলা আবার চালু হবে তা কারো জানা নেই। দেশের এখন পর্যন্ত ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ১৯ জন ভালো হয়েছে। এছাড়া মারা গেছেন ৫ জন।

শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সারাবিশ্বে  সকল ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধ রয়েছে। থেকে গেছে পুরো ক্রীড়া জগত।



শেয়ার করুন :


আরও পড়ুন

চুক্তিতে না থাকা ক্রিকেটারদের পাশে দাঁড়ালো বিসিবি

চুক্তিতে না থাকা ক্রিকেটারদের পাশে দাঁড়ালো বিসিবি

ফিটনেস ঠিক রাখতে টাইগারদের ডায়েট চার্ট দিয়েছে বিসিবি

ফিটনেস ঠিক রাখতে টাইগারদের ডায়েট চার্ট দিয়েছে বিসিবি

সহায়তার জন্য ফাউন্ডেশন গঠন করলেন সাকিব

সহায়তার জন্য ফাউন্ডেশন গঠন করলেন সাকিব

এবার সাহায্যের হাত বাড়াচ্ছেন সাবেক ক্রিকেটাররা

এবার সাহায্যের হাত বাড়াচ্ছেন সাবেক ক্রিকেটাররা