বল টেম্পারিং কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞার পাশাপাশি অধিনায়কত্ব থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্টিভ স্মিথ। ফলে এক বছর পর ক্রিকেটে ফিরলেও অধিনায়কত্ব করতে পারেননি তিনি। অবশেষ সেই নিষেধাজ্ঞা থেকেও মুক্তি পেলেন স্মিথ।
এক বছরের নিষেধাজ্ঞা কেটেছে গত মার্চে। এবার সব ধরনের শাস্তি থেকে মুক্তি পেলেন তিনি। রোববার (২৯ মার্চ) শেষ হয়েছে অধিনায়কত্ব থেকে নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা ওঠে যাওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে আর কোন বাধা নেই স্টিভ স্মিথের। স্মিথের সাথে ডেভিড ওয়ার্নারের ওপর থেকেও ওঠে গেছে সবধরনের নিষেধাজ্ঞা।
২০১৮ সালে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে পড়ার শাস্তি হিসেবে অস্ট্রেলিয়ার নেতৃত্ব হারিয়েছিলেন ৩০ বছর বয়সি স্টিভ স্মিথ। এক বছর নির্বাসিত হয়েছিলেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ানার।
অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক এখন টিম পেইন। ৩৫ বছর বয়সি এখনও খেলা চালিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। কোচ জাস্টিন ল্যাঙ্গার গত বছর প্রশংসা করেছিলেন পেইনের নেতৃত্বের। একই সঙ্গে বলেছিলেন, স্মিথ হয়তো নেতৃত্বের বোঝা আর চাইছেন না। তবে সবকিছুই নির্ভর করছে বোর্ড ক্রিকেট অস্টেলিয়ার উপর।