চুক্তিতে না থাকা ক্রিকেটারদের পাশে দাঁড়ালো বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১১ পিএম, ২৮ মার্চ ২০২০
চুক্তিতে না থাকা ক্রিকেটারদের পাশে দাঁড়ালো বিসিবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও সকল প্রকার ক্রিকেটীয় ইভেন্ট বন্ধ রয়েছে। একই কারণে স্থগিত হয়েছে গেলে ঢাকা প্রিমিয়ার লিগের খেলাও।

ঢাকা প্রিমিয়ার লিগের খেলা স্থগিত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্রিকেটাররা। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি বাইরে থাকা খেলোয়াড়রা বেশি ক্ষতির মুখে পড়েছেন। তবে এবার তাদের পাশে দাঁড়ালো বিসিবি।

বোর্ডের চুক্তিতে না থাকা ডিপিএল খেলা প্রত্যেক ক্রিকেটারের জন্য এককালিন ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিসিবি জানায়, প্রিমিয়ার লিগের যে সকল ক্রিকেটাররা বোর্ডের কেন্দ্রীয় চুক্তি কিংবা প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতে নেই, তাদেরকে বোর্ডের পক্ষ থেকে এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। করোনাভাইরাসের কারণে বর্তমান দুঃসময় এড়াতে বিসিবি সভাপতি এ ঘোষণা দিয়েছেন।

আরও বলা হয়, বোর্ডের সাথে যেসব ক্রিকেটারের চুক্তি নেই, তাদের আয়ও সীমিত। খেলা মাঠে না থাকলে বন্ধ হয়ে যায় উপার্জনও। এক রাউন্ডের পর প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ার তারা ঘোর অনিশ্চয়তায় পড়েছেন।

সহায়তার বিষয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, পিমিয়ার লিগের খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। যে ক্রিকেটাররা বিসিবির চুক্তিতে নেই তারা এ সময়ে আর্থিক সঙ্কটে পড়তে পারে। কারণ, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছ থেকে তারা আংশিক পারিশ্রমিক পেয়েছে। ফলে তাদের জন্য বিসিবির এ উদ্যোগ।



শেয়ার করুন :


আরও পড়ুন

রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব

রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব

ভাইরাস মোকাবেলায় বিসিবিতে সর্বোচ্চ সতর্কতা

ভাইরাস মোকাবেলায় বিসিবিতে সর্বোচ্চ সতর্কতা

এবার স্থগিত হলো ঢাকা প্রিমিয়ার লিগ

এবার স্থগিত হলো ঢাকা প্রিমিয়ার লিগ

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি