২০১৯-২০ মৌসুমের অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ও দলীয় মিলে মোট ৯ ক্যাটাগরিতে এবার এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
৯ ক্যাটাগরির মাঝে চারটি আগেই ঘোষণা করা হয়েছিল আর এবার ঘোষণা করা হলো বাকি পাঁচটি। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য যৌথভাবে শেফিল্ড শিল্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ময়েসেস হেনরিক্স ও নিক ম্যাডিনসন।
লর্ডস ট্যাভনার্স বর্ষসেরা আদিবাসীর খেলোয়াড় অ্যাওয়ার্ড জিতেছেন অ্যাশলে গার্ডনার। পুরুষ ও নারী দুই বিভাগেই স্পিরিট অব ক্রিকেট জিতেছেন তাসমানিয়া। আর টানা দ্বিতীয়বারের মত আম্পায়ার অ্যাওয়ার্ড জিতেছেন পল উইলসন।
এর আগে মার্শ ওয়ানডে কাপ বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মারনাস লাবুশেইন ও উসমান খাজা (দু’জনেই কুইন্সল্যান্ডের), নারীদের জাতীয় ক্রিকেট লিগের বর্ষসেরা খেলোয়াড় নিকোল বোল্টন (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া), কেএফসি বিগ ব্যাশ লিগের বর্ষসেরা খেলোয়াড় মার্কাস স্টয়নিস (মেলবোর্ন স্টার্স) এবং রেবেল নারী বিগ ব্যাশ লিগের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে সোপি ডিভাইন (অ্যাডিলেড স্ট্রাইকার্স) জিতেন।
২০২০ সালে অস্ট্রেলিয়ার স্টেট ক্রিকেট অ্যাওয়ার্ড জিতলেন যারা
মার্শ শেফিল্ড শিল্ডের বর্ষসেরা খেলোয়াড় : ময়েসেস হেনরিকস (নিউ সাউথ ওয়েলস) এবং নিক ম্যাডিনসন (ভিক্টোরিয়া)
মার্শ ওয়ানডে কাপের বর্ষসেরা খেলোয়াড় : মারনাস লাবুশেইন (কুইন্সল্যান্ড) ও উসমান খাজা (কুইন্সল্যান্ড)
নারী জাতীয় ক্রিকেট লিগ বর্ষসেরা খেলোয়াড় : নিকোল বোল্টন (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)
কেএফসি বিগ ব্যাশ লিগের বর্ষসেরা খেলোয়াড় : মার্কাস স্টয়নিস (মেলবোর্ন স্টার্স)
রেবেল নারী বিগ ব্যাশ লিগের বর্ষসেরা খেলোয়াড় : সোফি ডিভাইন (অ্যাডিলেড স্ট্রাইকারস)
লর্ডস ট্যাভনার্স আদিবাসী খেলোয়াড় : অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, সিডনি সিক্সার্স)
স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড (পুরুষদের) : তাসমানিয়া
স্পিরিট অফ ক্রিকেট পুরষ্কার (মহিলাদের) : এসিটি, নিউ সাউথ ওয়েলস এবং তাসমানিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়া আম্পায়ার পুরষ্কার : পল উইলসন।