করোনাভাইরাসের কালো থাবায় নিমিষেই ওলট-পালট হয়ে গেছে মহাবিশ্ব। এ ভাইরাসের থাবা থেকে রেহায় পায়নি বিশ্ব ক্রীড়াঙ্গনও। সেই তালিকায় এবার নতুন করে যোগ হলো ২০২১ টি-টোয়েন্টি ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আমাদের কাছে স্বাস্থ্য ও বৈশ্বিক ক্রিকেট পরিবারের গুরুত্ব বেশি। আগামী ৩০ জুনের আগে মধ্যে বাছাইপর্বের যেসব খেলা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। নতুন সময় ও তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
With the health and well-being of the global cricket family the priority, all ICC qualifying events due to take place before 30 June will be postponed subject to further review.
— ICC (@ICC) March 26, 2020
Details https://t.co/ZuBJhEXZLP
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। এই নিয়ে আইসিসি'র সিদ্ধান্তে ৮টি টুর্নামেন্ট স্থগিত করা হলো। এছাড়া অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে চলা ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের 'ট্রফি ট্যুর'ও পিছিয়ে দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯১৫ জন আর মারা গেছেন ২১ হাজার ৫৭৭ জন।