করোনাভাইরাসের কবলে পড়ে থমকে আছে গোটাবিশ্ব। করোনা মোকাবেলা করতে অনেক খেলোয়াড় ও ক্রিকেট বোর্ড সাহায্যের হাত বাড়াচ্ছেন। এবার সেই কাতারে যোগ দিলেন পাক ক্রিকেটাররা। করোনার প্রতিরোধে ৫ মিলিয়ন পাকিস্তানি রুপি অনুদান দিবেন পাক ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি।
পিসিবি তাদের এক ঘোষণায় জানিয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা ও স্টাফরা সরকারের জরুরি তহবিলে অর্থদান করবে। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা দিবেন ৫ মিলিয়ন পাকিস্তানি রুপি আর সিনিয়র ম্যানেজার র্যাংকের কর্মকর্তারা দিবেন একদিনের বেতন পাশাপাশি জেনারেল ম্যানেজাররা দিবেন দুই দিনের বেতন। এর সাথে পিসিবিও আলাদাভাবে অনুদান দিবেন।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘পিসিবি পাকিস্তানের খারাপ পরিস্থিতিতে সবসময়ই এগিয়ে এসেছে। এখন সবচেয়ে সংকটময় পরিস্থিতি এসেছে যেটা আমাদের রাজ্য অ কেন্দ্রীয় সরকার, স্বাস্থ্যকর্মীরা ফেস করছে।’
‘আমরা আমাদের প্রার্থনা জারি রেখেছি যাতে স্বাস্থ্যকর্মীরা তাদের কাজে সফল হয়ে সমাজে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারে। আমরা পিসিবি ছোট সাহায্য করছি সরকারকে সাহায্য করতে করোনা মহামারী ইস্যুতে।’
‘আমি খুব ভালো করেই জানি সমাজের অনেকেই, ক্রিকেটার ও স্টাফরা নিজ উদ্যোগে স্থানীয় সরকার ও বিভিন্ন দাতব্য সংস্থাকে সাহায্য করছে। এই সাহায্যের জন্য আমরা তাদের ওপর কৃতজ্ঞ। একটি দেশের সফলতা নির্ভর করে কিভাবে দেশের মানুষ কঠিন সময়ে একত্রিত হয় তার ওপর। আর এটা এমন এক সময় যেখানে সবাইকে অবশ্যই একত্রিত হতে হবে।’
পাকিস্তানে প্রাণঘাতী এ করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ হাজার ৯৩ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ২১ জন ভালো হলেও মারা গেছেন ৮ জন।