বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। এ ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণ ছুটি ঘোষণাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সরকার। এবার করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা বা অন্যান্য খরচের জন্য নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করেছেন টাইগার ক্রিকেটাররা। বুধবার (২৫ মার্চ) জাতীয় দলের ম্যানেজার সাব্বির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুশফিক-তামিম-মাহমুদউল্লাহসহ মোট ২৭ জন ক্রিকেটার তাদের একমাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন। দান করা এ টাকার পরিমাণ প্রায় ৩১ লাখ।
প্রাণঘাতী করোনাভাইরাসের বিশ্বের ন্যায় বাংলাদেশের সবধরনের খেলা বন্ধ রয়েছে। বন্ধ রাখা হয়েছে শের-ই-বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির অফিসও। বাসা থেকেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করা হচ্ছে। একই প্রসঙ্গে ক্রিকেটাররাও একাডেমি কিংবা ইনডোরে আসছেন না অনুশীলনে।
ক্রিকেটে এমন ছুটিতে নিজ নিজ অবস্থান থেকেই ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে বার বার সতর্কতামূলব বার্তা দিচ্ছেন তামিম-মুশফিকরা।
ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে রয়েছেন সিনিয়র খেলোয়াড়সহ জুনিয়ররাও। তবে নিজেরা ক্ষতি মুখে থেকেও এবার বাড়িয়ে দিলেন আর্থিক সহায়তার হাত।
জানা গেছে, দান করা টাকার পরিমাণ সর্বোচ্চ ৩১ লাখ হলেও কর বাবদ ৫ লাখ টাকা বাদ পড়বে। সেক্ষেত্রে ২৬ লাখ টাকা ব্যবহার করা যাবে।
এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী শনাক্ত হয়নি। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৫ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।