সরকারকে অনুদান দিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৪ মার্চ ২০২০
সরকারকে অনুদান দিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

করোনাভাইরাসে সংক্রমণের বিপর্যয় সামাল দিতে শ্রীলঙ্কা সরকারকে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে সাহায্য হিসেবে সরকারকে ২৫ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি অনুদান দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এসএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,করোনাভাইরাস মোকাবেলার জন্য সরকারকে ২৫ মিলিয়ন রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। যত দ্রুত সম্ভব সরকারকে এ অনুদান দেওয়ার ব্যবস্থা করা হবে।

এছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারকে সাহায্য করার জন্য আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এসএলসি।

বিবৃতিতে আরও বলা হয়, বোর্ড ইতোমধ্যে সব ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে। সেই সাথে জাতীয়, প্রথম শ্রেণির সব ক্রিকেটার ও বোর্ডের কর্মীদের ঘরে থাকতে বলা হয়েছে। এ সময় সরকারের সব নিয়ম কানুন মেনে চলার অনুরোধও করা হয়েছে।

বলা হয়, খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে নিরাপদ থাকার আহ্বান জানাচ্ছে এবং করোনাভাইরাস প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে বলছে।

এসএলসির এমন সিদ্ধান্তে মুগ্ধ হয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে। নিজের ব্যক্তিগত টুইটারে বোর্ডের অনুদানের উদ্যোগের প্রশংসা করেছেন তিনি।

টুইটবার্তায় রাজাপাকসে লিখেন, ‘করোনাভাইরাসের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলার জন্য সরকারকে ২৫ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি দেওয়ার জন্য এসএলসিকে ধন্যবাদ জানাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সহায়তা আসছে। খেলোয়াড়রা যারা ব্যক্তিগতভাবে সাহায্যের জন্য এগিয়ে আসছেন, তাদেরও ধন্যবাদ। এক সাথে লড়াই করলে আমরা বিপদমুক্ত হতে পারব বলে আশাবাদী।’



শেয়ার করুন :


আরও পড়ুন

কোয়ারেন্টিনে কুমার সাঙ্গাকারা

কোয়ারেন্টিনে কুমার সাঙ্গাকারা

ঘরোয়া ক্রিকেট স্থগিত করলো শ্রীলঙ্কা

ঘরোয়া ক্রিকেট স্থগিত করলো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

সারাবিশ্বে যে খবর ছড়িয়ে দিতে চান সাঙ্গাকারা

সারাবিশ্বে যে খবর ছড়িয়ে দিতে চান সাঙ্গাকারা