দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই স্টেইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৪ মার্চ ২০২০
দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই স্টেইন

ফাইল ছবি

করোনার কালো থাবায় থেমে আছে ক্রীড়াঙ্গন। ঘরে বসে অবসর সময় কাটাচ্ছেন ক্রীড়াবিদরা। বিশ্রামের এ সময়ে ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা। নতুন এ চুক্তিতে পুরুষ দলে ১৬ জন এবং নারী দলে ১৪ জন ক্রিকেটার রয়েছেন।

সোমবার (২৩ মার্চ) ২০২০-২০২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটারদের নাম প্রকাশ করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। যেখানে চুক্তি থেকে বাদ পড়েছেন পেসার ডেল স্টেইন ও ডানহাতি ব্যাটসম্যান টিউনিস ডি ব্রুইন। একমাত্র নতুন ক্রিকেটার হিসেবে চুক্তিতে জায়গা পেয়েছেন বাঁ হাতি পেসার বিউরান হেনড্রিকস।

২০২০-২১ মৌসুমের জন্য ১৪ জন নারী ক্রিকেটারকে চুক্তিতে রেখে বোর্ড। নতুন করে চুক্তিতে জায়গা পেয়েছেন ন্যাডিন ডি ক্লার্ক ও সিনালো জাফটা।

চুক্তিবদ্ধ পুরুষ ক্রিকেটার
টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, বিউরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্তে, আন্দিলে ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তারবাইজ শামসি, রাসিন ফন ডার ডুসেন।

চুক্তিবদ্ধ নারী ক্রিকেটার
ত্রিশা চেট্টি, ন্যাডিন ডি ক্লার্ক, মিগনন ডু প্রিজ, শাবনিম ইসমাইল, সিনালো জাফটা, ম্যারিজান ক্যাপ, আয়াবোঙ্গা খাকা, মাসাবাটা ক্লাস, লিজলি লি, সুন লুস, টুমি সেখুখুনে, চোল ট্রাইওন, ড্যান ভ্যান নিকার্ক ও লরা উলভার্ট।



শেয়ার করুন :


আরও পড়ুন

বন্ধ হলো আইসিসির সদর দপ্তর

বন্ধ হলো আইসিসির সদর দপ্তর

ধোনিকে নিয়ে সুনীল গাভাস্কারের শঙ্কা

ধোনিকে নিয়ে সুনীল গাভাস্কারের শঙ্কা

গৃহবন্দী থেকেও ফিটনেস নিয়ে ব্যস্ত মুশফিক

গৃহবন্দী থেকেও ফিটনেস নিয়ে ব্যস্ত মুশফিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতেও রিজার্ভ ডে চাইবে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতেও রিজার্ভ ডে চাইবে অস্ট্রেলিয়া