ধোনিকে নিয়ে সুনীল গাভাস্কারের শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৩ মার্চ ২০২০
ধোনিকে নিয়ে সুনীল গাভাস্কারের শঙ্কা

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে দলে জায়গা পাওয়া নিয়ে চলছে টানাপোড়া। বিশ্বকাপ পরবর্তী সময়ে বার বার ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বার তার ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সুনীল গাভাস্কার।

ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার মনে করেন এমএস ধোনির পক্ষে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া কঠিন।

ভারতীয় সংবাদ মাধ্যমকে গাভাস্কার বলেন, আমি অবশ্যই ধোনিকে ভারতের বিশ্বকাপ দলে দেখতে চাই। কিন্তু সেটা হওয়া খুব কঠিন।

তিনি আরও যোগ করেন, দল এগিয়ে গিয়েছে। ধোনি এমন একজন মানুষ যে কখনও বড় ঘোষণা করতে পছন্দ করে না। তাই আমার মনে হয় ও চুপচাপ অবসর নিয়ে নেবে।

৩৮ বছরের ধোনি ভারতের হয়ে শেষ খেলেছেন ২০১৯-এর বিশ্বকাপে। যেখানে ভারত সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল। তারপর থেকে ধোনিকে আর ভারতের জার্সিতে দেখা যায়নি।

বিশ্বকাপের পর দু'মাসের ছুটি ঘোষণা করেও আর ফেরা হয়নি তার। তারপর ভারত ঘরে-বাইরে একাধিক সিরিজ খেললেও ধোনিকে সেখানে দেখা যায়নি।



শেয়ার করুন :


আরও পড়ুন

গৃহবন্দী থেকেও ফিটনেস নিয়ে ব্যস্ত মুশফিক

গৃহবন্দী থেকেও ফিটনেস নিয়ে ব্যস্ত মুশফিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতেও রিজার্ভ ডে চাইবে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতেও রিজার্ভ ডে চাইবে অস্ট্রেলিয়া

বন্ধুত্ব নয়, টেইলরকে শ্রদ্ধা করেন ম্যাককালাম

বন্ধুত্ব নয়, টেইলরকে শ্রদ্ধা করেন ম্যাককালাম

৪ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন পিসিবি

৪ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন পিসিবি