৪ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১১ পিএম, ২২ মার্চ ২০২০
৪ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন পিসিবি

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর মিলিত সিদ্ধান্তে বাংলাদেশের আসন্ন সফরের তৃতীয় দফা স্থগিত করা হয়। তিন দফার সিরিজের তৃতীয় ও শেষ দফায় একটি ওয়ানডে ও একটি টেস্ট হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে সফর স্থগিত হওয়ায় বড় লোকসান গুনতে হচ্ছে পিসিবিকে।

সিরিজের আয়োজক পাকিস্তান বলে তাদেরই কষতে হচ্ছে ক্ষতির হিসাব। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, একটি করে ওয়ানডে ও টেস্ট মাঠে না গড়ানোয় তাদের ক্ষতি হবে ৩ থেকে ৪ মিলিয়ন ডলার।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, ‘এটুকু অন্তত আমাদের সৌভাগ্য যে করোনাভাইরাসের প্রভাবে শুধু বাংলাদেশ সিরিজ নিয়েই আমাদের লোকসান গুণতে হচ্ছে। একটি টেস্ট ও ওয়ানডে খেলতে না পারার কারণে আমরা ৩ থেকে ৪ মিলিয়ন ডলার হারাচ্ছি। আমাদের জার্সির জন্য স্পন্সর খুঁজছিলাম যে কারণে জার্সির স্পন্সরের ক্ষেত্রে কোনো টাকা লোকসান হচ্ছে না। আর টেন স্পোর্টসের সাথে আমাদের সম্প্রচার চুক্তি বাংলাদেশ সিরিজ দিয়েই শেষ হত।’

এই দুই কারণে লোকসানের পরিমাণ কমলেও শুধু বাংলাদেশ সফরে যাচ্ছে না বলেই পাকিস্তানের যে ক্ষতি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা কমপক্ষে সাড়ে পঁচিশ কোটি টাকা। শুধু পাকিস্তানই নয়, আয়োজক যে বোর্ডের সিরিজই স্থগিত হবে, তাদের প্রত্যেক স্থগিত হওয়া সিরিজের জন্য বড় অঙ্কের লোকসান গুণতে হতে পারে।

প্রসঙ্গত, পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪৫, যেখানে মৃত্যুবরণ করেছেন ৩ জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিজে নিরাপদ থাকুন, দেশকে নিরাপদ রাখুন : সৌম্য সরকার

নিজে নিরাপদ থাকুন, দেশকে নিরাপদ রাখুন : সৌম্য সরকার

‘যৌন হেনস্তা’র অভিযোগে ভারতীয় নারী দলের কোচ বরখাস্ত

‘যৌন হেনস্তা’র অভিযোগে ভারতীয় নারী দলের কোচ বরখাস্ত

চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক কাণ্ডারি

চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক কাণ্ডারি

রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব

রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব