করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপন্ন হয়ে পড়েছে মানুষের জীবন। একটু একটু করে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। তাতেও সচেতন হচ্ছে না মানুষ। যাদের কোয়ারেন্টাইনে থাকার কথা তারা বাড়ির বাহিরে ঘুরে বেড়াচ্ছে। জনগনকে সচেতন করতে এগিয়ে এসেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। এবার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ওপেনার সৌম্য সরকার।
ফেসবুকে তিনি লিখেছেন, 'করোনাভাইরাস সংক্রমণকে পৃথিবীর ইতিহাসের সব থেকে ভয়াবহ মহামারীগুলোর একটি হিসেবে ভাবা হচ্ছে। প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।'
'এই ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকতে এখনই আমাদের সকলকে সর্বোচ্চ সচেতন ও সাবধান হয়ে যেতে হবে। আসুন, আমরা প্রয়োজন ব্যতীত বাইরে চলাফেরা এবং সকল প্রকার ভিড় ও জনসমাগম এড়িয়ে চলি। নিয়মিত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড বা তারও বেশি সময় ধরে হাত ধুই।'
পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, 'হ্যালো আমি সৌম্য সরকার। আপনারা জানেন করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। তাই আমাদের তার জন্য কিছু করণীয় আছে, কিছু নিয়ম আছে। সেগুলো নিজে মেনে চলার পাশাপাশি অন্যকে মেনে চলতে সাহায্য করব। আসল কথা হচ্ছে, নিজে নিরাপদ থাকলে আমরা দেশকে নিরাপদ রাখতে পারব। তাই সকলে নিজে নিরাপদ থাকুন, দেশকে নিরাপদ রাখুন।'