চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক কাণ্ডারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২২ মার্চ ২০২০
চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক কাণ্ডারি

বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিকের অন্যতম বাতিঘর, বিসিবির প্রথম কার্যনির্বাহী সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-করিম (৮৩) মারা গেছেন। রোববার (২২ মার্চ) ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

ছেলে নাজমুল করিম বাবা রেজা-ই-করিমের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ (রোববার) ফজর নামাজের সময় তিনি মারা গেছেন।

বহুদিন ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন দেশের ক্রিকেটের দুঃসময়ের অন্যতম এ সংগঠক। দুটি কিডনির কার্যক্ষমতা হারিয়ে গিয়েছিল তার। এছাড়া মস্তিষ্কের রক্তক্ষরণেও আক্রান্ত হয়েছিলেন তিনি।

শ্বাসকষ্ট ও ক্যানসারে আক্রান্ত রেজা-ই-করিম গত কয়েক বছর ছিলেন হাসপাতালে যাওয়া-আসার মধ্যে। শেষ পর্যন্ত তিনি চলে গেলেন। স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন তিনি।

এক সময়ের ক্রিকেটার পাকিস্তান আমলে সংগঠক হিসেবে জড়িয়ে পড়েন। স্বাধীনতার পর তিনি যে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী সম্পাদকের দায়িত্ব নেন তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাত্র একটি কক্ষে ছিল ক্রিকেটের কার্যালয়।
sportsmail24
বেসরকারি একটি হাসপাতালে ভর্তি ছিলেন রেজা-ই-করিম

১৯৭৬ সালে বাংলাদেশের আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়ার পেছনেও তার অবদান রয়েছে। দেশের মাটিতে এমসিসির বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সংগঠক-আম্পায়ারিং ছাড়াও রেজা-ই-করিম ৮০’র দশকে জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ১৯৮৬ সালে আইসিসি ট্রফিগামী বাংলাদেশ দল নির্বাচন নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে মতদ্বৈততায় পদত্যাগ করেন। পরে ৯০’র দশকে বোর্ডের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব

রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব

ক্রিকেটে যেসব অস্বাস্থ্যকর অভ্যাস বাদ দেওয়ার সময় এসেছে

ক্রিকেটে যেসব অস্বাস্থ্যকর অভ্যাস বাদ দেওয়ার সময় এসেছে

স্থবির ক্রীড়াঙ্গন, সাংবাদিকদের জন্যও বড় চ্যালেঞ্জ

স্থবির ক্রীড়াঙ্গন, সাংবাদিকদের জন্যও বড় চ্যালেঞ্জ

‘বন্ধ’ হয়ে গেল বিসিবির কার্যালয়

‘বন্ধ’ হয়ে গেল বিসিবির কার্যালয়