করোনাভাইরাসের প্রভাব বিস্তার ঠেকাতে ঘরোয়া সব ধরনের ক্রিকেট স্থগিত করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শুক্রবার (২০ মার্চ) শ্রীলঙ্কায় কারফিউ জারি করে দেশটির সরকার। ফলে ঘরোয়া ক্রিকেট স্থগিত করার সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
করোনাভাইরাসের কারণে ২৩ মার্চ (সোমবার) সকাল পর্যন্ত দেশে কারফিউ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
ঘরোয়া আসর স্থগিত নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট টুইটারের মাধ্যমে জানায়, ‘সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে ঘরোয়া ক্রিকেটের সকল ম্যাচ স্থগিত করা হলো।’
করোনাভাইরাসের মাঝেও গত ১২ থেকে ১৪ মার্চ সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে কলম্বোতে সেন্ট থমাস কলেজ ও রয়্যাল কলেজের ক্রিকেট ম্যাচ হয়। স্টেডিয়ামের গ্যালারিতে প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত ছিল। ঐ ম্যাচে দর্শকদের একজন করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হন। তার সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসকরা ধারনা করছেন, সেখান থেকে করোনাভাইরাসের সংক্রমন ছড়াতে পারে। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে শ্রীলঙ্কার মাটিতে ইংল্যান্ডের টেস্ট সিরিজ স্থগিত করা হয়।