‘বন্ধ’ হয়ে গেল বিসিবির কার্যালয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২১ মার্চ ২০২০
‘বন্ধ’ হয়ে গেল বিসিবির কার্যালয়

করোনা আতঙ্কে দেশের সবধরনের ক্রিকেট আগেই স্থগিত করা হয়েছিল। এবার মূলত বন্ধ করা হলো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কার্যালয়।

শনিবার (২১ মার্চ) বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এ খবর নিশ্চিত করেছেন।

বলা হয়, বোর্ডের সব কার্যক্রমই সচল থাকবে। তবে কর্মীরা করোনার প্রভাবে সতর্কতা হিসেবে নিজ নিজ বাসা থেকে কাজ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২২ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। জরুরি প্রয়োজনে বা কোনো কাজ অফিসের বাইরে করা সম্ভব না হলেই কেবলমাত্র অফিস করবেন।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ভারতীয় বোর্ড, অস্ট্রেলিয়ান বোর্ডসহ বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডের কর্মীদের বাসা থেকে অফিস করছেন।

এর আগে বৃহস্পতিবার বিসিবিতে সভা শেষে দেশে সবধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।

প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে ২ জন মারা গেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

স্থবির ক্রীড়াঙ্গন, সাংবাদিকদের জন্যও বড় চ্যালেঞ্জ

স্থবির ক্রীড়াঙ্গন, সাংবাদিকদের জন্যও বড় চ্যালেঞ্জ

ক্রিকেটারদের জন্য সতর্কবার্তা দিল বিসিবি

ক্রিকেটারদের জন্য সতর্কবার্তা দিল বিসিবি

দেশে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দেশে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাদ পড়াটা আমার শিক্ষা : মোস্তাফিজ

বাদ পড়াটা আমার শিক্ষা : মোস্তাফিজ