এবার ইংল্যান্ডে সবধরনের ক্রিকেট স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২১ মার্চ ২০২০
এবার ইংল্যান্ডে সবধরনের ক্রিকেট স্থগিত

ফাইল ছবি

করোনাভাইরাসের প্রভাবে আতঙ্কিত অবস্থা বিরাজ করছে মানুষের মাঝে। চীনের উহান থেকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে ১৭০টির অধিক দেশে। করোনার প্রকোপে থেমে আছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। করোনার কারণে এবার ইংল্যান্ডে সবধরনের ক্রিকেট স্থগিত করলো ইসিবি।

করোনাভাইরাসের কারণে ইংল্যান্ডে ক্রিকেট স্থগিত করা সময়ের দাবি ছিল। গত কয়েকদিনে কোন সিদ্ধান্ত না নিলেও অবশেষে ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া কোন ক্রিকেটই হবে না। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

এক বিবৃতিতে ইসিবি বলেন, করোনাভাইরাস আতঙ্কের কারণে আগামি ২৮ মে পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে।

ইংল্যান্ডই প্রথম নয় এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই), ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, ক্রিকেট নিউজিল্যান্ড ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদের দেশে সবধরনের খেলা স্থগিত করেন।

শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটই নয় বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। আর এছাড়া সেমিফাইনাল খেলা হওয়ার আগেই স্থগিত করা হয়েছে পিএসএল।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিলেন ওয়ার্নার

পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিলেন ওয়ার্নার

নিষেধাজ্ঞায় থাকা আকমলের সামনে মহাবিপদ

নিষেধাজ্ঞায় থাকা আকমলের সামনে মহাবিপদ

আইপিএল না হলে ক্ষতি হবে ৩৯০০ কোটি

আইপিএল না হলে ক্ষতি হবে ৩৯০০ কোটি

পিসিবির ১২৮ জনই করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ

পিসিবির ১২৮ জনই করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ