চারদিকে এখন একটাই বিপদ, করোনাভাইরাস। তবে এ বিপদের মাঝে নিষিদ্ধ থাকা উমর আকমলের ওপর এবার আসতে পারে আরেক মহাবিপদ। অভিযোগ প্রমাণিত হলে হতে পারেন ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ।
ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞায় থাকা আকমলের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী দুটি ধারা ভঙ করার অভিযোগ তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
অভিযোগে বলা হয়, পিসিবি সতর্ক করার পরও দুর্নীতির প্রস্তাব পাওয়ার বিষয়টি নিরাপত্তা বিভাগকে জানাননি আকমল। এ বিষয়ে মঙ্গলবার (১৭ মার্চ) আকমলের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে, যা লিখিতভাবে ১৪ দিনের (৩১ মার্চ) দিনের জানাতে হবে।
এ অপরাধে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে ছয় মাস থেকে আজীবন নিষেধাজ্ঞার শাস্তি হতে পারেন আকমল।
চলতি বছরের ফেব্রুয়ারি আকমলকে সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে পিসিবি। দুর্নীতি বিষয়ে তদন্ত করতেই তাকে এ সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়।