চলতি বছরের অক্টোবরে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটের নিলামে ১ লাখ ২৫ হাজার পাউন্ডে ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছিল সাউদার্ন ব্রেভ ফ্র্যাঞ্চাইজি। তবে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটের প্রথম আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওয়ার্নার।
তবে করোনাভাইরাসের জন্য নয় ‘পরিবার ও ব্যক্তিগত’ কারণে জুলাইয়ে ইংল্যান্ডে প্রথমবারের মত হতে যাওয়া ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটে অংশ নেবেন না অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।
পরিবার ও ব্যক্তিগত কারণে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট থেকে সড়ে দাঁড়ালেও ঐ সময় দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি রয়েছে অস্ট্রেলিয়ার। জুনে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ ছিল।
তবে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটের কারণে সেটি আগস্টে করার পরিকল্পনা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।পরবর্তীতে ১৭ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট আয়োজনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তবে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটের প্রথম আসর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্রিকেটই শঙ্কার মুখে রয়েছে।