অনির্দিষ্টকালের জন্য দেশে সবধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবির অধীনে স্বীকৃত কোনো টুর্নামেন্ট বা খেলা মাঠে গড়াবে না।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতির কারণে সবধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।
নাজমুল হাসান বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেটের সকল খেলা আপাতত স্থগিত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।’
এছাড়া এ মাসে তো নয়ই, এপ্রিলের ১৫ তারিখের আগে ঘরোয়া ক্রিকেট লিগ মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা চলমান প্রিমিয়ার লিগের খেলা তৎক্ষণাত বন্ধ করেছিলাম। পরে অবশ্য কিছু ক্লাব বা খেলোয়াড় খেলতে চাচ্ছিল। তবে সার্বিক বিষয়ে বিচেনা করে আমরা আজকে বসে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের ক্রিকেটের সকল খেলা আপতত স্থগিত। পরিস্থিতি যদি খেলার মতো হয় তাহলে আমরা সেই তারিখ জানাবো।’
পাপন বলেন, ‘কবে শুরু হকে এ সময় বলা কঠিন। কারণ, প্রতিদিন অবস্থার পরিবর্তন হচ্ছে। সে জন্য আমারা নির্দিষ্ট কোন তারিখ দিচ্ছি না, আপাতত আমরা ক্রিকেট বন্ধ করে দিচ্ছি। তবে আমাদের মনে হয় না ১৫ এপ্রিলে আগে ক্রিকেট.. ডিপিএল শুরু হওয়ার কোন সম্ভাবনা রয়েছে। বরং এটা আরও বাড়তেও পারে।’
বোর্ড সভাপতি আরও বলেন, ‘এটা শুধু খেলোয়াড়দের জন্য না, এ বিষয়ে প্রত্যেক মানুষকে সচেতন হওয়া উচিৎ। আমাদেরকেউ এখন আরও সতর্ক থাকতে হবে। আমরা মনে করি, এখন খেলার সময় না।’
সারা বিশ্বের মতো বাংলাদেশেও দেখা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসের বাংলাদেশের এখন পর্যন্ত ১৭ জন শণাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন।