স্মিথ-ওয়ার্নারদের আইপিএলের চুক্তিতে কঠোর হচ্ছে বোর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ পিএম, ১৮ মার্চ ২০২০
স্মিথ-ওয়ার্নারদের আইপিএলের চুক্তিতে কঠোর হচ্ছে বোর্ড

অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা নিজেরাই আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি করে থাকেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আশা করছে, ভবিষ্যতে আইপিএলে ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তির আগে খেলোয়াড়রা বোর্ডের সাথে আলোচনা করবেন।

দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আইপিএলের ১৩তম আসরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আকর্ষণীয় চুক্তি বাতিল হতে পারে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে এমন তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়াার ১৭ জন খেলোয়াড় আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হন। অস্ট্রেলিয়ার ওই রিপোর্টে বলা হয়, প্যাট কামিন্স, সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ, ওপেনার ডেভিড ওয়ার্নার ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলদের তাদের বড় অংকের চুক্তিগুলো ছেড়ে দিতে বলবে সিএ।

এবারের আসরের জন্য বিদেশি খেলোয়াড়দের মধ্যে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকে বিক্রি হয়েছেন কামিন্স। ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে কামিন্সকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ২ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি হন ম্যাক্সওয়েল।

সিএ’র প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেন, আমরা তাদের পরামর্শ দিতে পারি। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা নিজেরাই আইপিএলে চুক্তিবদ্ধ হয়। তবে খুব শিগগিরই তারা আমাদের প্রতি আগ্রহী হয়ে উঠবে এবং প্রধান হিসেবে আমাদের সাথে আলোচনা করবে। তাদের এ বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে, তারপরও বিসিসিআইর ভূমিকা থাকবে এবং আমাদের খেলোয়াড়, বিসিসিআই একত্রে মিলে অনিশ্চিত পরিস্থিতিতে সম্ভাব্য সিদ্ধান্তে পৌছাবে।

এছাড়া অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম বলছে, আইপিএল ও যুক্তরাজ্যে হান্ড্রেড ক্রিকেটে অংশ নিতে অস্ট্রেলিয়া খেলোয়াড়দের অনুমতি দেবে কি-না তা পর্যালোচনা করবে সিএ।



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত

দক্ষিণ আফ্রিকায় সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত

অবশেষে স্থগিত হলো পিএসএল

অবশেষে স্থগিত হলো পিএসএল

কমতে পারে আইপিএলের ম্যাচ, বদলাতে পারে ফরম্যাট

কমতে পারে আইপিএলের ম্যাচ, বদলাতে পারে ফরম্যাট

স্থগিত করা হলো পাকিস্তান কাপ

স্থগিত করা হলো পাকিস্তান কাপ