স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে যাওয়া ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস তার নিজের শরীরে করোনাভাইরাসে লক্ষণ দেখছেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন হেলস।
তিনি বলেন, ‘শনিবার ভোরে যখন যুক্তরাজ্যে ফিরলাম আমি পুরো সুস্থ ছিলাম। সে সময়ে আমার শরীরে ভাইরাসটির কোন লক্ষণ পাইনি। কিন্তু জ্বর নিয়ে রোববার সকালে আমার ঘুম ভাঙে। এরপরই সরকারী পরামর্শ অনুযায়ী নিজেকে আলাদা করে রেখেছি।’
তিনি আরও বলেন, ‘আমার খুসখুসে কাশিও হচ্ছে। এ মুহূর্তে আমার পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে আশা করছি দিনের শেষভাগে পরীক্ষা করতে পারব। এরপরই আমার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে পারব।’
এক বিদেশি ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়া মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে পিএসএল স্থগিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেই বিদেশির খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি পাকিস্তান।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানান, ‘বিদেশি এক খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়ায় বাধ্য হয়েই পিএসএল স্থগিত করা হয়েছে। সে এখন পাকিস্তানে নেই। বিদেশি খেলোয়াড়ের নাম আমরা প্রকাশ করতে রাজি নই।’