বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস কারণে এপ্রিল মাসের জিম্বাবুয়ের সফর স্থগিত করলো ক্রিকেট আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান এ খবর নিশ্চিত করেছেন।
আসন্ন জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। ১ এপ্রিল থেকে টি-টোয়েন্টি ও ৮ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরুর সূচি ছিল। তবে দু’বোর্ডের সম্মতিতে আসন্ন সফরটি স্থগিত করা হলো।
যৌথভাবে এক বিবৃতিতে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, ‘খেলোয়াড়, স্টাফ ও সমর্থকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ পদক্ষেপের প্রয়োজন ছিল।’
করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ৭ হাজার ১শ' জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ। চীনের উহান প্রদেশ থেকে এ ভাইরাস এখন সারাবিশ্বে। প্রাণঘাতী এ ভাইরাস থেকে রক্ষা পেতে একের পর এক ক্রীড়া ইভেন্ট বন্ধ করছে বিশ্বের ক্রীড়া সংস্থাগুলো।