বিরাট-মন্দনার জার্সি নম্বর ১৮

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮
বিরাট-মন্দনার জার্সি নম্বর ১৮

এক দিকে যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ধারবাহিকতা দেখাচ্ছে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া, তখন দক্ষিণ আফ্রিকার মহিলাদের বিরুদ্ধেও কর্তৃত্ব ফলাচ্ছে মহিলা ভারতীয় দল।

কেপটাউনে তৃতীয় ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১২৪ রানে হারায় ভারত। ১৬০ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিরাট।

কেপটাউন থেকে ৯৫৫ কিমি দূরে কিমবার্লিতে সেই ধারাবাহিকতাই দেখায় মহিলা ভারতীয় ক্রিকেট দল। সেঞ্চুরি করে দলকে জেতান ২১ বছর বয়সী স্মৃতি মন্দনা। ১৩৫ রানের ইনিংস খেলেন তিনি। কাকতালীয় ভাবে এই দুই দলের দুই নায়কের জার্সি নম্বর ১৮।

বিরাট যখন ধারাবাহিক ভাবে নিজের সেরাটা দিয়ে আসছেন, তখন প্রচারের আলোর বাইরেও ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন স্মৃতি। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের সেরাদের তালিকায় ঢুকে পড়েছেন বিরাট। সেই তালিকায় ঢুকতে গেলে এখনও অনেকটা পথা চলতে হবে মন্দনাকে।

তবুও ক্রিকেটপ্রেমীরা মনে করছেন দুই দলের এই দুই তারকা যে ভাবে খেলছেন তাতে অদূরেই সচিনের ১০ নম্বর জার্সির পর ১৮ নম্বর জার্সিও এলিট লিস্টে জায়গা করে নেবে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বড় লিডে শ্রীলঙ্কা

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বড় লিডে শ্রীলঙ্কা

রাজ্জাকের ক্যারিয়ার সেরা বোলিং

রাজ্জাকের ক্যারিয়ার সেরা বোলিং

১১০ রানেই ‘প্যাকেট’ বাংলাদেশ

১১০ রানেই ‘প্যাকেট’ বাংলাদেশ

ফিরেই নিজের ঘুর্ণি দেখালেন রাজ্জাক

ফিরেই নিজের ঘুর্ণি দেখালেন রাজ্জাক