দক্ষিণ আফ্রিকায় সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০০ এএম, ১৭ মার্চ ২০২০
দক্ষিণ আফ্রিকায় সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত

চীনের করোনাভাইরাসের প্রভাব এখন সারা বিশ্বের ক্রীড়াঙ্গনে। একে একে স্থগিত-বাতিল হয়ে যাচ্ছে ক্রিকেট-ফুটবল-বাস্কেটবলসহ নানা ক্রীড়া ইভেন্ট। বাংলাদেশ-ভারত-ওয়েস্ট ইন্ডিজের পর এবার দক্ষিণ আফ্রিকাতেও সবধরনের ক্রিকেট ম্যাচ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বলা হয়, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা করোনভাইরাস থেকে রক্ষা পেতে আগামী ৬০ দিন অর্থাৎ দুই মাস সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত থাকবে।

সবধরনের ক্রিকেট বলতে বোঝানো হয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেট; আধা পেশাদার এবং প্রাদেশিক ক্রিকেট, সবধরনের জুনিয়র এবং অপেশাদার ক্রিকেট। দেশটিতে এসব ক্রিকেট ম্যাচ ৬০ দিন স্থগিত থাকবে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ডক্টর জ্যাকস ফাউল বলেছেন, আমাদের সদস্যদের এবং সমস্ত অনুমোদিত সংস্থাগুলোকে যাতে বিশাল সমাবেশ না হয় তা নিশ্চিত করতে সকলকে ৬০ দিনের জন্য ক্রিকেট থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এ নির্দেশের ফলে চলতি মাসের শেষের দিকে নির্ধারিত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়া মেয়েদের সিরিজও পিছিয়ে গেল।

এছাড়া চীনের এই ভয়াভহ ভাইরাসের কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজ স্থগিত করে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে দ্বিতীয় ও শেষ ম্যাচ স্থগিত করা হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রোটিয়া মেয়েদের সফর বাতিল করলো অস্ট্রেলিয়া

প্রোটিয়া মেয়েদের সফর বাতিল করলো অস্ট্রেলিয়া

এক বছর আগের ঘটনাকে মনে করিয়ে দিল ধর্মশালা

এক বছর আগের ঘটনাকে মনে করিয়ে দিল ধর্মশালা

তবে কি জাতীয় দলে ফিরছেন ডি ভিলিয়ার্স?

তবে কি জাতীয় দলে ফিরছেন ডি ভিলিয়ার্স?

পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা