বাংলাদেশ ক্রিকেট দলের তৃতীয় ও শেষ দফায় পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানে শেষ দফায় একটি ওয়ানডে ও সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে ২৯ মার্চ (রোববার) সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। শেষ দফার এ সফরে দু’টি ম্যাচই অনুষ্ঠিত হতো করাচিতে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশ ক্রিকেট দলের নির্ধারিত পাকিস্তান সফর নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। সিরিজটি পাকিস্তান স্বাগতিক হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পাকিস্তানের দিকে তাকিয়ে ছিল।
এদিকে সফর স্থগিত করা হলেও পরবর্তীতে দুই দেশ মিলে সমঝোতার মাধ্যমে ম্যাচ আয়োজনে সিদ্ধান্ত নেবে। কারণ, সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি দুই দলকে খেলতেই হবে। অন্যথায় পয়েন্ট জনিত সমস্যায় পড়তে হবে। এছাড়া ম্যাচটি ২০২১ সালের মার্চের মধ্যেই খেলতে হবে।
এর আগে দুই দফায় পাকিস্তান সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম দফার পাকিস্তান সফর করে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দফার সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাশে। এরপর ফেব্রুয়ারিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেছে টাইগাররা।