বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনে সেঞ্চুরি হাঁকালেন জাতীয় দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রোববার (১৫ মার্চ) পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আবাহনী লিমিটেডের হয়ে এ সেঞ্চুরি হাঁকান তিনি।
৯৯ রানে থাকা মুশফিক চার মেরে সেঞ্চুরি পূরণ করেন। ১১১ বলে ১০৩ রানের মধ্যে ৭টি চারের মারের সাথে ৩টি ছক্কা হাঁকান মুশফিকুর রহিম।
তবে এর আগে ব্যাট হাতে প্রথম রানের দেখা পেতে ২৪ বল অপেক্ষা করতে হয়েছে মুশফিককে। ২৪ বলে প্রথম রানের দেখা পাওয়া মুশফিক ফিফটি করেন ৭৫ বলে। ৩টি চার ও ২টি ছয়ে ৫০ রান পূরণ করেন।
এরপর মিরপুর মাঠে যত সময় গড়িয়েছে মুশফিকের ব্যাটিং ততই সাবলীল হয়েছে। মোসাদ্দেকের সঙ্গে নিয়ে নিজ দল আবাহনীকে খাঁদের কিনার থেকে টেনে তুলেন।
শেষ পর্যন্ত চার মেরে সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। সেঞ্চুরির পর মুশফিক রানের গতি বাড়াতে থাকেন। তবে ১২৪ বল খেলে ১২৭ রান করে জয়নুল ইসলামের ৪৫তম ওভারে স্লগ করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ বন্দি হন মুশফিক।
এর আগে সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরটির নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ডিপিএল’।
উদ্বোধনী দিনে ঢাকা ছাড়া আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সকালে একই সময়ে বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস। এছাড়া দিনের আরেক ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম দোলেশ্বর ও ব্রাদার্স ইউনিয়ন।