বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিং ও বোলারদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচ সিরিজের প্রথম তিন ওয়ানডেতেই জিতে নেয় ভারত। এ জয়ের ফলে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে ভারত। আগামীকাল চতুর্থ ওয়ানডে জিতে গেলেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে ভারত। সিরিজ জয়ের কাজটি চতুর্থ ম্যাচেই সম্পন্ন করতে চাইছে টিম ইন্ডিয়া। ইনজুরির কারণে প্রথম তিন ম্যাচে না থাকলেও, চতুর্থ ওয়ানডেতে ফিরছেন দলের সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তাই ডি ভিলিয়ার্সকে নিয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামছে প্রোটিয়ারা। জোহানেসবার্গে আগামীকাল সিরিজের চতুর্থ ওয়ানডেটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়।
তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারের ক্ষত নিয়ে ওয়ানডে শুরু করে ভারত। সিরিজের প্রথম ম্যাচ থেকেই দক্ষিণ আফ্রিকার উপর আধিপত্য কিস্তার করে খেলতে থাকে টিম ইন্ডিয়া। সামনে থেকে দলকে নেতৃত্ব দেন অধিনায়ক কোহলি। সিরিজের প্রথম ম্যাচে ১১২ রান দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ৬ উইকেটের জয় এনে দেন কোহলি।
পরের ম্যাচে জ্বলে উঠেন ভারতের বোলাররা। দুই স্পিনার যুজবেন্দ্রা চাহালের ৫ ও কুলদীপ যাদবের ৩ উইকেট শিকারে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার। দেশের মাটিতে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বন্মি দলীয় সংগ্রহ। এমন ম্যাচ ৯ উইকেটে জিতে সিরিজে ডাবল-লিড নেয় ভারত।
তৃতীয় ম্যাচে কোহলির সেঞ্চুরির পর চাহাল-কুলদীপের স্পিন বিষ ভারতকে ১২৪ রানের জয়ের স্বাদ দেয়। টানা তিন জয়ে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে ভারত। চতুর্থ ওয়ানডে জিতলেই সিরিজ পকেটে ভরে নেবে সফরকারীরা। তাই চতুর্থ ম্যাচে জিততে চাইছেন ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। তিনি বলেন, ‘জয়ের ধারায় থাকতে পারাটা অনেক বড় কিছু। আমরা তাই করেছি। টানা তিন ম্যাচেই জিততে পেরেছি। আমাদের লক্ষ্য জয়ের ধারাটা ধরে রাখা এবং সিরিজ জয় নিশ্চিত করা। আগেভাগে সিরিজ জিততে পারলে আমাদের জন্যই ভালো হবে। সতীর্থরা নিজেদের সেরাটা দিয়ে কালই সিরিজ জয় নিশ্চিত করতে চায়। দলের সকলের বিশ্বাস আছে, আমরা কালই সিরিজ জয় নিশ্চিত করতে পারবো।’
ভারতের কোহলির ব্যাটিং ও বোলারদের নৈপুণ্যের সামনে প্রথম তিন ম্যাচে অসহায় ছিলো দক্ষিণ আফ্রিকা। ৩-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে আত্মবিশ্বাসেও চুপসে গেছে প্রোটিয়ারা। তবে আত্মবিশ্বাস ফিরে পাবার মত রসদ পেয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচ পর অবশেষে দলে ফিরছেন ডি ভিলিয়ার্স।
আঙ্গুলের ইনজুরির কারণে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি ওয়ানডেতে দ্রুত সেঞ্চুরির মালিক ডি ভিলিয়ার্স। তাই ডি ভিলিয়ার্সকে নিয়ে নিজেদের ভাগ্য ফিরিয়ে সিরিজে প্রথম জয় পেতে মরিয়া দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটসম্যান জেপি ডুমিনি, ‘আমরা তিন ম্যাচেই খারাপ খেলেছি। এখানে অজুহাত দেয়ার কোন অবকাশ নেই। তবে ডি ভিলিয়ার্সকে পেয়ে আমরা সবাই উচ্ছ্বসিত। আমরা বলছি না, ডি ভিলিয়ার্স একাই ম্যাচ জিতিয়ে দিবে। তাকে দলে পাওয়ায় আমাদের মনোবল চাঙ্গা হয়েছে। আশা করছি, চতুর্থ ম্যাচে আমরা জিততে পারবো এবং সিরিজে টিকে থাকবো।’