ম্যাচে ফিরতে আত্মবিশ্বাসী মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮
ম্যাচে ফিরতে আত্মবিশ্বাসী মিরাজ

ঢাকা টেস্টে ক্রমেই কঠিন বিপদের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে থাকলেও আগামীকাল সকালে দ্রুতই শ্রীলংকার দুই উইকেট শিকার করে ম্যাচে ফেরা সম্ভব বলে আত্মবিশ্বাসী মেহদী মিরাজ।

দ্বিতীয় দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, শ্রীলংকায় ২০০ প্লাস রান চেজ করে আমরা একটা ম্যাচ জিতেছি। এবার দেশের মাটিতে ৩০০ প্লাস রান ব্যাটসম্যানরা একটু দ্বায়িত্ব নিয়ে খেললেই জেতা সম্ভব। প্রথম ইনিংসে মাত্র তিন রানে শেষ পাচ উইকেটের পতন নিয়ে মিরাজ বলেন, প্রথম ইনিংসে যা হয়েছে তা ভুলে গিয়ে টপঅর্ডারের সবাই রান করতে পারলে টার্গেট যাই হোক তা চেজ করা যাবে। দ্বিতীয় দিনে উইকেটে তেমন বেশি পরিবর্তন হয়নি, তবে বাংলাদেশের স্পিনাররা সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি প্রতিপক্ষের উপর। প্রথম ইনিংসে শ্রীলংকা ২২২ রান করেছে। দ্বিতীয় ইনিসে এরচেয়ে কম রানে তাদের আটকানো সম্ভব বলে মনে করেন মিরাজ।

অপরদিকে লংকান স্পিনাররা নির্দিষ্ট একটা জায়গায় বল করে বাংলাদেশের রানের গতি থামিয়ে দিয়েছেন। ব্যাটিংয়ের সময় লংকান ব্যাটসম্যানরাও বেশি সতর্ক ছিল, ফলে তারা খুব একটা সুযোগ দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বড় লিডে শ্রীলঙ্কা

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বড় লিডে শ্রীলঙ্কা

রাজ্জাকের ক্যারিয়ার সেরা বোলিং

রাজ্জাকের ক্যারিয়ার সেরা বোলিং

১১০ রানেই ‘প্যাকেট’ বাংলাদেশ

১১০ রানেই ‘প্যাকেট’ বাংলাদেশ

ফিরেই নিজের ঘুর্ণি দেখালেন রাজ্জাক

ফিরেই নিজের ঘুর্ণি দেখালেন রাজ্জাক