দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বুধবার (১১ মার্চ) মিরপুরে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। আর তাতেই প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে এক দফায় তিন সংস্করণেই জয় লাভ করলো বাংলাদেশ।
বুধবার (১১মার্চ) দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১১৯ রানে বেধে ফেলে বাংলাদেশের বোলাররা। শেষ টি-টোয়েন্টিতেও দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার লিটন কুমার দাস। তিনি ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তার ৪৫ বলে ৮টি চারে গড়া ৬০ রানের ইনিংসের উপর ভর করে ২৫ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ ।
এই জয়ে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। আর তাতেই প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে এক দফায় তিন সংস্করণেই জয় লাভ করে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তার আগে একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জয় পায় মুমিনুলরা।
এক দলের বিপক্ষে তিন সংস্করণেই জয়ের সর্বশেষ সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বরে। ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানরা জিতে যায় ২-১ ব্যবধানে। এছাড়া ২০১৪ সালে জিম্বাবুয়েকে টেস্টে ৩-০তে হারানোর পর ওয়ানডেতে ৫-০ তে জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য ছিল না কোন টি-টোয়েন্টি সিরিজ।