মুজিব বর্ষের ক্রিকেট উৎসব স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২২ পিএম, ১১ মার্চ ২০২০
মুজিব বর্ষের ক্রিকেট উৎসব স্থগিত

করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত কনসার্ট ও ক্রিকেট ম্যাচ আপতত স্থগিত করা হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশেও শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।

বুধবার (১১ মার্চ) জিম্বাবুয়ে-বাংলাদেশের মধ্যকার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ চলাকালের মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যে জিনিসটা আমরা করেছি। আমাদের হাতে দুটো অপশন ছিল। ১৮ তারিখে (মার্চ) একটা কনসার্ট করার কথা ছিল। আমরা ছোটভাবে করতে পারতাম এটা। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটি বড়ভাবেই করব। যেভাবে প্লান করেছিলাম সেভাবেই করব। এ জন্য এখন ছোটভাবে না করে আমরা এটাকে পিছিয়ে দিচ্ছি। এটা (কনসার্ট) ১৮ তারিখ (মার্চ) হচ্ছে না। পরিস্থিতি বুঝে যখন এটা (করোনাভাইরাস পরিস্থিতি) উন্নতি করবে তখন আবার আমরা এটা বড় করে আয়োজন করব।

পাপন বলেন, ‘এছাড়া ২১ ও ২২ তারিখ (মার্চ) যে খেলাগুলো হচ্ছে সেটা নিয়েও সমস্যা হচ্ছে। সবাই এখানে (ঢাকা) এসে খেলতে পারবে, সেটা নিয়ে কোনো কথা নেই। আবার খেলে যে যেতে পারবে সেই নিশ্চয়তাও নেই। অনেকগুলো রেসট্রিকশন আসছে, অনেক জায়গা থেকে। এ জন্য সিদ্ধান্ত নিয়েছি দুটো প্রোগ্রামই রেফার্ড। সামনে মাসখানেক পরে সময় মতো পরিস্থিতি বুঝে আমরা আয়োজন করব। প্রোসপন্ড ফর দ্য টাইম বিং।’

সূচি অনুযায়ী, ১৮ মার্চ (বুধবার) ঢাকায় কনসার্ট হওয়ার কথা ছিল। যেখানে পারফর্ম করার কথা ছিল ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার এআর রহমানের। এরপর ২১ ও ২২ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার ‘মুজিব হান্ড্রেড টি-টোয়েন্টি’ ক্রিকেট ম্যাচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট সিরিজ খেলতে জুনে ঢাকা আসছে অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজ খেলতে জুনে ঢাকা আসছে অস্ট্রেলিয়া

বাদ পড়া সৌম্য পেলেন ‘এ প্লাস’

বাদ পড়া সৌম্য পেলেন ‘এ প্লাস’

বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডে

বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডে

পাকিস্তান বাংলাদেশ নয়, এশিয়া কাপ হবে দুবাইয়ে

পাকিস্তান বাংলাদেশ নয়, এশিয়া কাপ হবে দুবাইয়ে