মার্চে আর মাঠে নামা হচ্ছে না ইমরুলের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১০ মার্চ ২০২০
মার্চে আর মাঠে নামা হচ্ছে না ইমরুলের

ফাইল ছবি

জাতীয় দলে নেই, জায়গা হয়নি বিসিবির ১৭ সদস্যের কেন্দ্রীয় চুক্তিতেও। তবে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে নিজেকে আবার জানান দেওয়ার পরিকল্পনা ছিল। এবার সেখানেও হতাশা বাসা বাঁধলো। বলছি, ইমরুল কায়েসের কথা। চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠে বাইরে চলে গেছেন তিনি। ফলে চলতি মাসে (মার্চ) তার আর মাঠে নামা হচ্ছে না।

ঢাকা লিগে ইমরুল কায়েস এবার শেখ জামালের হয়ে খেলবেন। টুর্নামেন্টকে সামনে রেখে যথারীতি প্রস্তুতি সেরেছিলেন তিনি। তবে সোমবার দলের অনুশীলনে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের কনিষ্ঠা আঙুলে চোট পান তিনি। যা পরে আঙুলের ওপরের দিকের হাড়ে চিড় ধরেছে বলে ধরা পড়ে।

হঠাৎ এ ইনজুরি ঢাকা লিগ নিয়ে ইমরুলের সব ভাবনা এলোমেলো হয়ে গেছে। ভালো প্রস্তুতি নিয়েও ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে না পারায় হতাশ তিনি।

ইমরুল বলেন, ‘সাধারণত এমন ইনজুরি ঠিক হতে দুই সপ্তাহ লাগে। তবে ক্রীড়াবিদ হিসেবে ডাক্তার বলেছেন, আমার তিন সপ্তাহ লাগবে।’

তিনি আরও বলেন, ‘খুব খারাপ লাগছে। এবার খুব ভালো প্রস্তুতি নিয়েছিলাম আমি। অনেক ইচ্ছা ছিল ভালো করার। এখন ইনজুরি শেষে আবার ফিরে রিদম পাওয়া কতটুকু কঠিন হবে, কে জানে।’

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া নিয়ে ইমরুল বলেন, বোর্ড যা ভালো মনে করেছে সেটিই করেছে। আমার কিছু বলার নেই। আমি ক্রিকেটার, চেষ্টা করে যাব পারফর্ম করার।

রোববার (১৫ মার্চ) থেকে শুরু হবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। মাঠ সঙ্কটে প্রথম তিন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে। এরপর ঢাকায় ফিরবে ঢাকার লিগের খেলা।



শেয়ার করুন :


আরও পড়ুন

স্বপ্ন তাড়া করো, কখনো হাল ছেড় না : মাশরাফি

স্বপ্ন তাড়া করো, কখনো হাল ছেড় না : মাশরাফি

ম্যাচের আগেই সুংবাদটি পেয়েছিলেন সৌম্য

ম্যাচের আগেই সুংবাদটি পেয়েছিলেন সৌম্য

সবাই ক্ষুধার্ত, বাকিদের সুযোগ হচ্ছে না : মেহেদি

সবাই ক্ষুধার্ত, বাকিদের সুযোগ হচ্ছে না : মেহেদি

বিয়ের পরের ম্যাচেই সৌম্যর ক্যারিয়ার সেরা ইনিংস

বিয়ের পরের ম্যাচেই সৌম্যর ক্যারিয়ার সেরা ইনিংস