শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৮ মার্চ ২০২০
শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

ছবি: বিসিবি

অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে খেলে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজা। অবশ্য অধিনায়কত্ব ছাড়লেও এখনি ছাড়ছেন না ব্যাট-বল। লাল সবুজের জার্সিতে আরও কিছু দিন মাঠ মাতাতে চান তিনি।  যার নেতৃত্বে দেশের ক্রিকেট হয়েছে আরও বেশি সমৃদ্ধ আর বেশি সাফল্যমণ্ডিত।

মাশরাফি বিন মর্তুজা শনিবার (০৭ মার্চ) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। আবেগঘন এই কথা শুনে কষ্টের সাগরে ভেসেছেন ভক্তরা।

মাশরাফি লিখেছেন,

‘শেষ বেলায় ভুলে যেও অভিমান।

মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।’

sportsmail24

এক ভক্ত লিখেছেন, ‘কোন অভিমান নেই ক্যাপ্টেন আপনার জন্য কেবল ভালোবাসাই মানানসই। আপনি ছিলেন,আছেন আর সবসময় হৃদয়ের মনিকোঠায় থাকবেন।
ইউ আর আওয়ার ক্যাপ্টেন
ইউ উইল বি অলওয়েজ আওয়ার ক্যাপ্টেন।
উই উইল ব্যাডলি মিস ইউ ক্যাপ্টেন বাংলাদেশ।’

আরও একজন লিখেন, ‘কোনো এক ভোরে মুখোশের জাদুকর

কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর

বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়

যুদ্ধ বা সন্ধিই পরিচয়।’

এরকম অসংখ্য কমেন্টে ভরে যাচ্ছে কমেন্ট বক্স।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেটের সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে অভিষেক হওয়ার পর বাংলাদেশকে মোট ৮৮ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। ৮৮ ম্যাচে বাংলাদেশ দল জিতেছে ৫০ ম্যাচ, হেরেছে ৩৬টি। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অধিনায়ক হিসেবে তিনিই সর্বোচ্চ জয়ের মালিক।



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

সফরের আগে ভারত পর্যবেক্ষণে দক্ষিণ আফ্রিকা

সফরের আগে ভারত পর্যবেক্ষণে দক্ষিণ আফ্রিকা

মত পাল্টালো পাকিস্তান, এশিয়া কাপ হতে পারে বাংলাদেশেও

মত পাল্টালো পাকিস্তান, এশিয়া কাপ হতে পারে বাংলাদেশেও

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে আইপিএল : সৌরভ

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে আইপিএল : সৌরভ