তামিমের ভবিষ্যদ্বাণী সত্য হলো, রেকর্ড ভাঙলেন লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৬ মার্চ ২০২০
তামিমের ভবিষ্যদ্বাণী সত্য হলো, রেকর্ড ভাঙলেন লিটন

ছবি: বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরি হাঁকালেন ওপেনার লিটন দাস। শুধু সেঞ্চুরিই নয় ১৭৬ রানের অনবদ্য ইনিংস খেলে তামিম ইকবালকে ছাড়িয়ে গেলেন লিটন দাস।

আগের ম্যাচে নিজের পুরোনো রেকর্ড ভেঙে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। দুই দিনের ব্যবধানে দেশ সেরা এ ওপেনারের রেকর্ড ভেঙে দিলেন লিটন দাস।

রেকর্ড গড়ার পর তামিম জানিয়েছিলেন, মুশফিকুর রহিম, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত বক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস গড়তে পারেন। তামিম বলেন, ‘আমি মনে করি না রেকর্ডটি দীর্ঘস্থায়ী হবে। আমি মনে করি খুব শীঘ্রই এটি ভেঙেঙ্গে যাবে। সম্ভবত আগামী বছর বা আগামী দুই-তিন বছরের মধ্যে।’

তামিম আরও বলেছিলেন, ‘মুশফিক রহিম এটি ভাঙার সামর্থ্য রাখে, এমনকি লিটনও। প্রায়ই বড় ইনিংস খেলে শান্ত। সেও এ রেকর্ডটি করতে পারে।’

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয ও শেষ ওয়ানডেতে ১৪৩ বল খেলে ১৬টি চার ও ৮টি দৃষ্টিনন্দন ছক্কার সাহায্যে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলেন লিটন দাস।

আর তাতেই তামিম ইকবালকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে যান লিটন দাস। জাতীয় দলের এ তারকা ব্যাটসম্যান দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মাইলফলক স্পর্শ করেন।

এছাড়া বাংলাদেশের উদ্বোধনী ও যে কোন উইকেট জুটিতে সর্বোচ্চ ২৯২ রানের জুটি গড়েন এই দুই ওপেনার আর যা কি না বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। সর্বোচ্চ ৩৬৫ রানের উদ্বোধনী জুটি শাই হোপ ও জন ক্যাম্পবেলের আর ৩০৪ রানের জুটি গড়ে ২য় স্থানে ইমাম-উল-হক ও ফখর জামান।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন অবদি ২শ' কিংবা তার অধিক রানের উদ্বোধনী জুটি হয়েছে ৪৫ টি যার মাঝে সর্বোচ্চ ১১ বার শ্রীলঙ্কার। আর ৭ বার অস্ট্রেলিয়া, ৬ বার ভারত, ৪ বার করে পাকিস্তান ও দক্ষিন আফ্রিকা, ২ বার করে উইন্ডিজ ও ইংল্যান্ড আর ১ বার করে বাংলাদেশ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, কেনিয়া, আয়ারল্যান্ড করে।



শেয়ার করুন :


আরও পড়ুন

লিটন-তামিমের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ

লিটন-তামিমের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ

রাহুল দ্রাবিড়-ডু প্লেসিসকে ছাড়িয়ে গেলেন তামিম

রাহুল দ্রাবিড়-ডু প্লেসিসকে ছাড়িয়ে গেলেন তামিম

১৫ ইনিংস পর উদ্বোধনী জুটিতে টাইগারদের শতরান

১৫ ইনিংস পর উদ্বোধনী জুটিতে টাইগারদের শতরান

লিটন দাসের ব্যাটে তৃতীয় ওয়ানডে সেঞ্চুুরি

লিটন দাসের ব্যাটে তৃতীয় ওয়ানডে সেঞ্চুুরি