মুশফিককে না খেলানো নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৫ মার্চ ২০২০
মুশফিককে না খেলানো নিয়ে যা বললেন মাশরাফি

ফাইল ছবি

পাকিস্তান সফরে না যাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে মুশফিকুর রহিমকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বলা হচ্ছে, পাকিস্তান সফরে যাওয়া ক্রিকেটারদের খেলানোর সুযোগ দেওয়ায় মুশফিককে খেলানো হবে না। যদিও পাকিস্তান সফরে এখনো প্রায় এক মাস সময় রয়েছে।

সিরিজের শেষ ম্যাচে মুশফিককে না খেলানোর বিষয়ে মাশরাফি বিন মর্তুজাকে প্রশ্ন করা হলে বলেন, ‌‘এগুেলো কিন্তু ছোট-খাটো টেকনিক্যাল সিদ্ধান্ত। যেগুলো আসলে ক্যাপটেনও নিতে পারে না। আমি পারসোলানি মনে করি, মুশফিক এমন একজন খেলোয়াড় যাকে, মানে কখনো যদি খারাপ অবস্থাতেও যায়... তাকে আমাকে মনে করতে হবে যে, বাংলাদেশের জেতার পেছনে তার অবদান কেমন। চার নম্বরে মুশফিক বিশ্বে এখন এক নম্বর ব্যাটসম্যান।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আগে সংবাদ সম্মেলনে মাশরাফি এসব কথা বলেন। একই সংবাদ সম্মেলনে এর আগে নিজের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মাশারাফি বিন মর্তুজা।

তিনি বলেন, ‘সব কিছু যদি আপনি কনসিডারের জায়গায় আনেন, তাহলে যে ছেলেটা পারফর্ম করে আসছে। যে বাংলাদেশের হয়ে ১২-১৩ বছর খেলে আসছে, সে অবশ্যই যেন মানসিকভাবে চাপের ভেতর না থাকে সে বিষয়টি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত খেয়াল রাখা উচিত। আমি এটা মনে করি।’

মাশারফি আরও বলেন, ‘তবে এই যে প্রক্রিয়াটা (পাকিস্তান সফর), এটা যদি মুশফিকের সাথে সফটলি করা হয়, মুশফিককে যদি বোঝানো সম্ভব হয় যে, এটা হচ্ছে আমার (বোর্ড) প্রক্রিয়া.. তোমার ধরনটা কী? তখন দুইপক্ষ যদি একটা জায়গায় আসতে পারে তাহলে তখন জিনিসটা এতো আলোচনার বিষয় না।’

তিনি বলেন, ‘বিষয়টি হলো, বোর্ড থেকে প্রোপার্লি (যথা নিয়োম) সিদ্ধান্ত নেওয়া এবং মুশফিকের সাথে আলোচনা করা, যেন মুশফিকও চাঙ্গা থাকে বোর্ডের প্লানিংটাও সাকসেস হয়। এটা আসতে পারলে আমি মনে করি ঠিক আছে।’

এর আগে জিম্বাবুুয়ের বিপক্ষে শেষ ম্যাচে মুশফিককে না খেলানোর বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘পাকিস্তান সফরের জন্য আমরা ১৫ সদস্যের স্কোয়াডটি গঠন করেছি। যে দলটিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হচ্ছে। যেহেতু মুশফিক পাকিস্তান সফর করবেন না, সেহেতু স্কোয়াডের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। এখন আমরা মুশফিকুরের পরিবর্তে একজনকে স্কোয়াডে নেব।’



শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

সুযোগ পেলে খেলা চালিয়ে যাবেন মাশরাফি

সুযোগ পেলে খেলা চালিয়ে যাবেন মাশরাফি

স্কোয়াডে থাকলেও শেষ ম্যাচে ‘থাকছে না’ মুশফিক

স্কোয়াডে থাকলেও শেষ ম্যাচে ‘থাকছে না’ মুশফিক

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি পরিবর্তন

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি পরিবর্তন