সিরিজ রক্ষায় জিম্বাবুয়ের সামনে রানের পাহাড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৩ মার্চ ২০২০
সিরিজ রক্ষায় জিম্বাবুয়ের সামনে রানের পাহাড়

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ১৫৮ রানের সুবাদে জিম্বাবুয়ের সামনে ৩২২ রানের পাহাড়সহ সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ফলে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সিরিজ রক্ষায় জিম্বাবুয়েকে এখন রানের পাহাড় অতিক্রম করতে হবে।

ঙ্গলবার (৩ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবাল তার ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির স্বাদ নেন।

১৩৬ বল মোকাবেলা করে ২০টি চার ও ৩টি ছক্কা মারেন তামিম ইকবাল। তামিম ইকবালের এর আগে ওয়ানডে ক্রিকেটে সেরা ইনিংস ছিল ১৫৪ রানের। এই জিম্বাবুয়োর সাথেই ২০০৯ সালে এ রেকর্ড করেন। তবে আজ সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন তিনি।

তামিম ছাড়াও মুশফিকুর রহিম ৫০ বলে ৫৫, মাহমুদউল্লাহ রিয়াদ ৫৭ বলে ৪১ এবং শেষ দিকে মোহাম্মদ মিঠুন ১৮ বলে অপরাজিত ৩২ রান করেন।

জিম্বাবুয়ের পক্ষে চার্ল মুম্বা-ডোনাল্ড তিরিপানো ২টি করে উইকেট নেন।

এদিকে প্রথম ম্যাচে খেলা টাইগার অলরাউন্ডার সাইফুদ্দিন ও পেসার মোস্তাফিজকে দ্বিতীয় ম্যাচে একাদশের বাইরে রাখা হয়েছে। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন সাইফুল ইসলাম ও আল-আমিন হোসেন।

বাংলাদেশ ছাড়াও জিম্বাবুয়ের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশের ফিরেছেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস এবং জায়গা পেয়েছেন চার্লটন শুমা। তাদের জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন চামু চিভাভা ও ক্রিস এমপোফু।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশে রেকর্ড রানের ব্যবধানে জয় পেয়ে ১-০তে এগিয়ে রয়েছে। ফলে আজেকের ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। অন্যদিকে সিরিজ রক্ষায় জয় ছাড়া বিকল্প ভাবার সুযোগ নেই জিম্বাবুয়ের সামনে।



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবকে স্পর্শ করলেন তামিম ইকবাল

সাকিবকে স্পর্শ করলেন তামিম ইকবাল

৭ হাজারে ১৯তম দ্রুত তামিম ইকবাল

৭ হাজারে ১৯তম দ্রুত তামিম ইকবাল

৫৮৩ দিন পর তামিমের ব্যাটে ওয়ানডে সেঞ্চুরি

৫৮৩ দিন পর তামিমের ব্যাটে ওয়ানডে সেঞ্চুরি

খেলছেন মুশফিক, টাইগার একাদশে দুই পরিবর্তন

খেলছেন মুশফিক, টাইগার একাদশে দুই পরিবর্তন