করোনাভাইরাস আতঙ্কে বাতিল এসিসির বৈঠক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০২ মার্চ ২০২০
করোনাভাইরাস আতঙ্কে বাতিল এসিসির বৈঠক

করোনাভাইরাস আতঙ্ক চীন থেকে ইউরোপ, আমেরিকা ঘুরে এবার পাড়ি জমিয়েছে এশিয়াতে । সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৩ হাজাররে অধিক মানুষ মারা গিয়েছে চীনে। আর এই ভাইরাস আতঙ্কে বাতিল করে দেয়া হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী বোর্ড সভা।

আগামী রোববার এসিসির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আর সেখানে উপস্থিত থাকার কথা ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর। ইডেনে বাংলা ও কর্নাটকের ম্যাচ চলাকালীন হঠাৎই সিএবির কর্তাদের বক্সে দেখা মিললো সৌরভের। সৌরভ গাঙ্গুলী যখন মাঠে প্রবেশ করলেন তখনই সাজঘরে ফিরেন লোকেশ রাহুল। মনে মনে সৌরভ খুশি হলেও তা প্রকাশ করেননি এমনকি প্রকাশ করার উপায়ও নেই।

করোনাভাইরাসের জন্য চীনের উহান প্রদেশে মারা গেছে প্রায় ৩ হাজার। এছাড়া ইউরোপেও হানা দিয়েছে এই ভাইরাস আর ইতালিতে স্টেডিয়াম বন্ধ করে চালানো হচ্ছে সিরি-আ ম্যাচ। শোনা যাচ্ছে ধীরে ধীরে এশিয়ার দিকে আসছে এই ভাইরাস আর তাইতো ঝুঁকি নিতে চায় নি এসিসি কর্তারা।

কর্তাদের বক্স ছেড়ে যখন মাঠে নেমে এসে যখন পিচ কিউরিটরের সাথে কথা বলছিলেন তখন গ্যালারী থেকে সৌরভ সৌরভ... বলে দর্শকরা চিৎকার করতেছিল। আর তিনি তখন মুচকি হেসে হাত তুলেন । ইডেন থেকে বের হওয়ার সময় সৌরভকে প্রশ্ন করা হয়, ‘ঈশানের বোলিং সামনে থেকে দেখলেন। কেমন লাগল বাংলার পেসারের এই দাপট?’ উত্তর দিতে চাইলেন না বোর্ড প্রেসিডেন্ট। বললেন, ‘ম্যাচ শেষ হয়নি। এখনও তিন দিন বাকি।’

এসিসির বৈঠকে আলোচনা হওয়ার কথা আছে এশিয়া কাপের তারিখ নির্ধারণ নিয়ে। তবে এসিসির বৈঠক বাতিল হওয়ার পর এখনো জানানো হয়নি পরবর্তীতে কবে বসছে বাতিল হওয়া বৈঠক।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডকে বিদায় করে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডকে বিদায় করে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

সংবাদ সম্মেলনে ক্ষেপে গেলেন কোহলি

সংবাদ সম্মেলনে ক্ষেপে গেলেন কোহলি

নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশের লজ্জা পেল কোহলিরা

নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশের লজ্জা পেল কোহলিরা

শূন্য হাতে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

শূন্য হাতে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা